Home Uncategorized Occult Worship : নরবলির পর এবার কেরলে শিশুকে সংজ্ঞাহীন করে রাতভর তন্ত্রচর্চা মহিলার!

Occult Worship : নরবলির পর এবার কেরলে শিশুকে সংজ্ঞাহীন করে রাতভর তন্ত্রচর্চা মহিলার!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দুই মহিলাকে বলি দেওয়ার মতো হাড়হিম করা ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক মহিলার তন্ত্রচর্চা ( Occult Worship) ঘিরে তোলপাড় দেখা দিল বামশাসিত কেরলে (Left Ruled Kerala)। এক শিশুকে সংজ্ঞাহীন ( Senseless A Child) করে রাতভর তন্ত্রচর্চা চালায় ওই মহিলা (Woman) বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই মহিলা তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ। দুই মহিলাকে নরবলি দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যেই এই ঘটনায় তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে।

ধৃত মহিলা তান্ত্রিকের নাম শোভনা ওরফে বাসন্তী বলে জানিয়েছে পুলিশ। কেরলের পাথানামথিট্টার মালায়ালাপুজাতে সে তন্ত্রচর্চা করে। যে শিশুকে নিয়ে শোভনা তন্ত্রচর্চা করেছিল, সে সংজ্ঞাহীন হওয়ার পরই গোল বাধে। স্থানীয় এলাকার বাসিন্দারা এই ঘটনায় কোনও ব্যবস্থা না নেওয়ার পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। তারা পথে নেমে পুলিশির বিরুদ্ধে অভিযাগ করা সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদ দেখায়। তারা জানায় ওই মহিলা তান্ত্রিককে গ্রেফতার করা হলে তবেই তারা প্রতিবাদ,বিক্ষোভ বন্ধ করবে।

তাদের অভিযোগ, কেউ তার তন্ত্রচর্চায় বাধা দিলে ওই মহিলা তান্ত্রিক তাকে অভিশাপ দেবে বলে ভয় দেখায়। বাসিন্দাদের প্রতিবাদের জেরে নড়েচড়ে বসে পুলিশ। ডেপুটি এসপির নির্দেশে মহিলা তান্ত্রিককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ওই মহিলা কোন পদ্ধতিতে তন্ত্রচর্চা করে, সেটা তাকে জেরা করার পর জানা যাবে। এ সপ্তাহে কেরলের কোচিতে ধনী হওয়ার জন্য দুই মহিলাকে বলি দেয় এক দম্পতি। বলি দেওয়ার পর দেহ ছাপ্পান্ন টুকরো করা হয়। এমনকী মৃতার মাংস খাওয়ারও অভিযোগ ওঠে। ওই ঘটনায় এক এজেন্টসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার পুংখানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।

You may also like