Home Featured Odisha: বয়সটা সংখ্যা মাত্র, ৫৮ বছর বয়সে ম্যাট্রিক পাশ করলেন ওড়িশার বিধায়ক

Odisha: বয়সটা সংখ্যা মাত্র, ৫৮ বছর বয়সে ম্যাট্রিক পাশ করলেন ওড়িশার বিধায়ক

by Anamika Nandi
Odisha: বয়সটা সংখ্যা মাত্র, ৫৮ বছর বয়সে ম্যাট্রিক পাশ করলেন ওড়িশার বিধায়ক

মহানগর ডেস্ক: বুধবার দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষনা করেছে সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ ওড়িশা (Odisha)। যেখানে নাম রয়েছে এমন একজন ছাত্রের যা, সকলকে অবাক করে দিয়েছে। তিনি হলেন বিজেডির (BJD) ফুলবনির বিধায়ক অঙ্গদা কানহার (Angada Kanhar)। ৫৮ বছর বয়সী বিজেডির বিধায়ক ৭২ শতাংশ পেয়ে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফের প্রমাণিত হল বয়সটা শুধু সংখ্যামাত্র। ইচ্ছে থাকলেই উপায় হয়।

সেকেন্ডারি এডুকেশন বোর্ড BSE ওড়িশা দ্বারা পরিচালিত পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে ৩৬৪ নম্বর পেয়েছেন ফুলবনির বিধায়ক অঙ্গদা কানহার। তিনি পেশায় একজন কৃষক। ২০১৯-এর বিধানসভা নির্বাচনে প্রথমবার শাসক বিজেডির টিকিটে ফুলবনির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আগে ফিরিঙ্গিয়া ব্লকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজ দশম শ্রেণীর ফলাফল ঘোষণা হওয়ার পরই জানা যায় ফাস্ট ক্লাস পেয়েছেন বিধায়ক।

আরও পড়ুন : ‘ভালো খবর দেখায় না সংবাদমাধ্যম’,নাম না করেই মহুয়ার পাশে মমতা

 

পরীক্ষায় পাশ করার কথা জানতে পেরে সরাসরি মন্দিরে পুজো দিতে ছুঁটে যান কানহার। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, পরীক্ষার ফল জানতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, “নতুন কিছু শেখার কোনও বয়স হয় না। ভবিষ্যতে চাকরি পাওয়ার জন্যই নয়, জ্ঞান অর্জনের জন্যও শিক্ষার প্রয়োজন। সূত্র অনুযায়ী, দশম শ্রেণীতে পাশের হার ৯০.৫৫ শতাংশ দাঁড়িয়েছে। মোট ৫,১৭,৮৪৭ জন পড়ুয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাশের হার ৯২.৩৭ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৮৮.৭৭ শতাংশ।

You may also like