HomeOffbeatবাবাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর মা ও মেয়ের, ভাইরাল ভিডিও

বাবাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর মা ও মেয়ের, ভাইরাল ভিডিও

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: মাটিতে পড়ে রয়েছে বাবা, সেই অবস্থায় লাঠি দিয়ে তাকে উদোম পেটাচ্ছে মেয়ে। মেয়েকে সঙ্গ দিচ্ছেন মাও। খালি গা, পরনে আকাশি লুঙ্গি ঘরের মেঝেতে লুটিয়ে পরা ব্যক্তির আর্ত চিৎকার যেন শুনতেই চান না তারা। সবচেয়ে আপন মানুষ যে দুজন সেই স্ত্রী ও মেয়ের কাছে শক্ত লাঠির প্রহার সহ্য করতে না পেরে মেঝেতেই পড়ে থাকেন ব্যক্তি। যেই দৃশ্য সমাজ মাধ্যমে পা রাখতেই উঠেছে নিন্দার ঝড়। 

ভাইরাল দৃশ্য

সোমবার দুপুর নাগাদ X মাধ্যমে তুমুল ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে এক ব্যক্তিকে মেঝেতে ফেলে মারধর করার দৃশ্য সামনে এসেছে। ভাইরাল সেই ভিডিওটিতে দাবি করা হয়েছে ঘরের মেঝেতে করুণ অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তি আসলে পরিবারের কর্তা। যাকে লাঠি দিয়ে একের পর এক আঘাত করছে মা ও মেয়ে। শুরুটা যদিও করেছিলেন ওই ব্যক্তির স্ত্রী। মেরুন রঙের নাইটি পরিহিত ওই মহিলাকে প্রথমে তার স্বামীর গায়ে আঘাত করতে দেখা যায়। এরপরই মায়ের দেখাদেখি বাবাকে সপাটে কষাতে থাকেন মেয়েও। 

স্ত্রী ও মেয়ের হাতে মার খেয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি। তবে নিস্তার মেলেনি। স্বামীর চিৎকার শুনে যেন আরও বেশি রাগের উদ্রেক ঘটায়। মেয়ে সহযোগে আরও কয়েক রাউন্ড ধোলাই চলে। তবে একটা সময়ে থেমে গেলেও ফের শুরু হয় বাবার ওপর অত্যাচার। তবে ভিডিওটির শেষ পর্বে আরেক মেয়ের আগমনে হাত গুটিয়ে নেন মা-মেয়ে দুজনেই। বন্ধ হয় অত্যাচার। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই পা রেখেছে নেট দুনিয়ায়। 

প্রসঙ্গত, সোমবার সকাল 11 টা 51 নাগাদ X হ্যান্ডেলে পোস্ট হওয়া ভিডিওটি এখনও পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওতে বাড়ির কর্তার করুণ দশা চাক্ষুষ করার পাশাপাশি মা ও মেয়ের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেট নাগরিকরা। তবে কেউ আবার লিখেছেন, স্ত্রী পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মেয়ে কোন খুশিতে বাবার গায়ে হাত দিল? কেউ আবার ঘটনার কারণ বুঝতে না পেরে লিখেছেন, ওই ব্যক্তি হয়তো প্রতিদিন প্রচুর পরিমাণে নেশা করে বাড়ি ফেরেন, সেই কারণেই হয়তো মারা হচ্ছে তাকে। 

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি Mahanagar 24 ×7

আরও পড়ুন: বাজারে বিক্রি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অমলেট! খেয়েছেন কখনও?

Most Popular