Home Offbeat বহুতল থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন এক যুবক, তারপর যা হল… দেখুন ভাইরাল সেই ভিডিও

বহুতল থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন এক যুবক, তারপর যা হল… দেখুন ভাইরাল সেই ভিডিও

by Bikram Banerjee
22 views

বিক্রম ব্যানার্জী: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই মতো উঁচু বিল্ডিংয়ের বেলকনিতে ঝুলিয়ে দিয়েছিলেন নিজের শরীর। কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরই সব শেষ হয়ে যেতে পারত। তবে তড়িঘড়ি ব্যক্তিকে বাঁচাতে ছুটে আসেন দুই ব্যক্তি কোনওমতে আলতো করে তাকে ধরে টেনে নিয়ে আসেন তারা। সেই সাথে প্রাণে বাঁচেন যুবক। সম্প্রতি এমনই এক ভিডিও হই চই ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। 

ভাইরাল ভিডিও 

সোশ্যাল মিডিয়ায় এক যুবকের আত্মহত্যার প্রাক মুহূর্তের ভিডিও দেখে মাথায় হাত পড়েছে নেট নাগরিকদের। ভাইরাল সেই দৃশ্যে দেখা যাচ্ছে, সাদা টিশার্ট ও ব্লাক হাফ প্যান্ট পরে বহুতলের বেলকনিতে সুইসাইডের প্রস্তুতি নিচ্ছেন এক যুবক। উদ্দেশ্য পূরণ করতে দুই হাতে ভর দিয়ে ঝুলে রয়েছেন তিনি। শরীরের বেশিরভাগটাই বাইরের দিকে। এরই মধ্যে ব্যক্তিকে দেখে ছোটাছুটি শুরু করেছে স্থানীয়রা। প্রাণে বাঁচতে তাকে ফিরে আসারও অনুরোধ করছেন অনেকে। তবে যুবক নাছোড়বান্দা।

বহুতল থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করবেন বলে পণ করেছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটিতে দুই ব্যক্তিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখা যায়। নিচের দিকে তাকিয়ে ঝাঁপ দেবেন এমন সময়ে ঈশ্বর রূপে সেখানে উপস্থিত হন ওই দুই ব্যক্তি। যুবককে শক্ত করে ধরে ভেতরের দিকে টান মারেন দুজন। যার দরুণ অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যুবক। যেই দৃশ্য কোনও এক প্রতিবেশী ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে আপলোড করেছেন। যা সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। সেই সাথে এসেছে অসংখ্য মিশ্র প্রতিক্রিয়াও। 

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি Mahanagar 24 ×7

আরও পড়ুন: ঘুচল 369 দিনের অপেক্ষা, নেইমার দলে ফিরতেই জয় পেল আল হিলাল

You may also like