বিক্রম ব্যানার্জী: পছন্দের মানুষের সাথে গোটা জীবন কাটানোর একটি সামাজিক রীতি হল বিবাহ। কাজেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণীয় করে রাখতে ধুমধাম করে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। কেউ বিরাট প্রাসাদ ভাড়া করে উদযাপন করেন রঙিন দিনটি, কেউ আবার কোটি কোটি টাকা খরচ করে কিনে ফেলেন এক আস্ত দ্বীপ। তবে সমুদ্রের নিচে বিয়ের অনুষ্ঠান এমন ঘটনা সচরাচর কানে আসে না। কিন্তু সম্প্রতি এই অপ্রচলিত ঘটনাই ঘটিয়েছেন সৌদি আরবের এক দম্পতি। গভীর সমুদ্রের তলদেশে নিজেদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন তারা।
সমুদ্রের নিচে চলছে বিয়ের অনুষ্ঠান
নিজেদের বিয়ের আনন্দ উদযাপন করবেন একটু অন্যরকম ভাবে। এই ইচ্ছা দম্পতির বহু দিনের। আর সময় আসতেই নিজেদের স্বপ্ন পূরণ করলেন নিজেরাই। জীবনের রঙিন দিনটিকে স্মৃতিতে ঝকঝকে করে তুলতে সমুদ্রের নিচে আয়োজন করা হল বিয়ের। হ্যাঁ, সম্প্রতি এই অসাধ্য সাধন করেছেন সৌদি আরবের হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার। স্থানীয় ডাইভিং দলের সহযোগিতায় নিজেদের ইচ্ছেতে শান দিয়েছেন তারা।
সমুদ্রের তলদেশে নিজেদের বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে হাসান জানান, ‘ইচ্ছে ছিল বহুদিনের তা পূরণও হয়েছে। তবে ঘটনাটি সত্যি বিস্ময়ের ছিল। তারা জলের নিচে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এমন সময়ে ক্যাপ্টেন ফয়সাল ও তার টিমের তরফে খবর আসে সমুদ্রে বিয়ের পরিকল্পনা করা হচ্ছে। সেই মতো দিন ঠিক হলেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে হবে।’ হাসান আরও বলেন, ‘গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সমুদ্রের নিচে বিয়ের অনুষ্ঠানে এক অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তারা, তবে ওপরওয়ালার ইচ্ছায় কোনও রকম সমস্যা হয়নি।’ দুঃসাহসিক জুটির বিয়ের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চমকে উঠেছেন সকলে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও থাকছেন না কেন উইলিয়ামসন, বড় খবর কিউই ব্রিগেডে