HomeOffbeatহিন্দি না জানার কারণে রাজ্যের বুকেই আক্রান্ত বাঙালি! ভাইরাল ভিডিও

হিন্দি না জানার কারণে রাজ্যের বুকেই আক্রান্ত বাঙালি! ভাইরাল ভিডিও

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: হিন্দি না জানার কারণে বাংলার মাটিতে আক্রান্ত হতে হল এক ব্যক্তিকে! সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে ভাইরাল একটি ভিডিওতে। যেখানে একজন বয়স্ক ভদ্রলোক ও এক যুবককে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। তাদের মৌখিক সংঘর্ষের দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষজন। যা সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গিয়েছে। 

হিন্দি না জানার কারণে আক্রান্ত এক বাঙালি! 

সাম্প্রতিক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। যেখানে, সাদা শার্ট ও ফুল প্যান্ট পরিহিত দুই ব্যক্তিকে নিজেদের ভাষা নিয়ে তর্ক করতে দেখা গিয়েছে। ভিডিওটির শুরুতেই নিজেকে বাঙালি বলে দাবি করা এক বয়স্ক ব্যক্তিকে হিন্দি না জানার অজ্ঞতা স্বীকার করতে শোনা যায়। পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তির অপরদিকে দাঁড়িয়ে তাকে জেরা করছে এক যুবক।

ওই ব্যক্তির উদ্দেশ্যে যুবকের বক্তব্য তিনি কোথায় থাকেন? যার উত্তরে বয়স্ক লোকটি জানায়, সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। এরপরই লোকটিকে ঘিরে শুরু হয় মানসিক অত্যাচার। ক্রমশ কন্ঠ চড়িয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন ওই যুবক। ভারতে থেকেও হিন্দি কেন জানেন না প্রায় বৃদ্ধ লোকটির উদ্দেশ্যে এই প্রশ্নই উঠছিল বারংবার। দুজনের বাকবিতণ্ডা বেড়েই চলেছিল। এদিকে দুই ব্যক্তিকে ঘিরে ভিড় জমেতে শুরু করে স্থানীয়রা। তবে সেখানে প্রায় সকলেই ওই যুবকের পক্ষ নিয়েছিলেন। বাঙালি প্রবীণকে লক্ষ্য করে ছোড়া হচ্ছিল একের পর এক প্রশ্নের তীর। 

তবে ব্যক্তিও হাল ছাড়ার পাত্র নন। বাংলায় থেকে বাংলা বলার দাবিতে অনড় তিনিও। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি X মাধ্যমে আপলোড করার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়েছে, “এক বাঙালি বিরোধী বহিরাগত যুবক একজন বয়স্ক ভদ্রলোককে হিন্দি না জানার কারণে হয়রানি করেছেন। বিহারে বাংলা না বলতে পারার জন্য কি বাঙালিরা বিহারের মানুষদের অত্যাচার করে? তারা কি এমনটা করতে পারে?”

ভাইরাল ভিডিওটি সত্যি কিনা তা যাচাই করে দেখেনি Mahanagar 24 ×7

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক যুদ্ধযান মেরামত করা অসম্ভব! দাবি ইজরায়েল সংবাদমাধ্যমের

Most Popular