HomeOffbeatসাড়ে চার হাজার টাকার স্যুট,তিনটি সোনার লকেট, কাটা হল কেক, পোষা কুকুরের...

সাড়ে চার হাজার টাকার স্যুট,তিনটি সোনার লকেট, কাটা হল কেক, পোষা কুকুরের জন্মদিন পালন করলেন গৃহকর্ত্রী

- Advertisement -

মহানগর ডেস্ক: সাড়ে চার হাজার টাকার স্যুট। গলায় মোটা সোনার চেন। ধনী ছাড়া এমন জাঁকজকমের বিয়ে খুব কমই হয়। এর আগে এক পুরুষ কুকুরের এমনই ঘটা করে এক মেয়েকুকুরের সঙ্গে বিয়ে দিয়েছিলেন এক গৃহকর্ত্রী। সে বিয়েতে যেমন গায়ে হলুদ থেকে বিয়ের সবরকম আচার অনুষ্ঠান হয়েছিল,তেমনই রীতিমতো কব্জি ডোবানো ভুরিভোজ করানো হয়েছিল অতিথিদের। অতিথিদের কেউ গানের বাজনায় নাচও করেন। এবার তেমনই এক কুকুরের জমকালো জন্মদিন পালন হল ঝাড়খণ্ডে । গৃহকর্ত্রী ঘটা করে পালন করলেন পোষা কুকুরের জন্মদিন। জন্মদিনে নেমতন্ন করা হয়েছিল তিনশো মানুষকে।

গত বছরের নভেম্বরের উনত্রিশ তারিখে ওই মহিলা গিয়েছিলেন ধানবাদের কাছে লোয়াবাদে এক পেট্রল পাম্পে। সেখানে গিয়ে দেখতে পান রাস্তায় একটি মা-কুকুর পড়ে আছে। সুমিত্রা নামে ওই মহিলা পথে ঘুরে বেড়ানো জখম একটি কুকুরের বাচ্চাকে উদ্ধার করেন। কুকুরের বাচ্চাটি বেঁচেছিল। তাকে সেখান থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। নাম দেন অস্কার। সম্প্রতি অস্কারের জন্মদিন পালন করেন গৃহকত্রী। জন্মদিনে তাকে পরানো হয় সাড়ে চার হাজার টাকার স্যুট। সোশ্যাল মিডিয়ায় অস্কারের জন্মদিন রীতিমতো ট্রেন্ডিং হয়ে ওঠে। আরতির পর জন্মদিনে কাটা হয় কেক। জন্মদিনে তার মালিক তিনটি সোনার লকেট উপহার দেন। কুকুরটির নিরাপত্তা কামনায় কালীমন্দিরে একটি পাঁঠাবলিও দেওয়া হয়। মালকিন সুমিত্রা জানান অস্কার আসার পর তাঁদের বাড়ি পুরো বদলে গেছে। এসেছে স্বাচ্ছন্দ্য। পরিবারের লোকেরা বিশ্বাস করেন অস্কার আসার পর তাদের জীবনটা তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছে। অতিথিদের ভুরিভোজ ছিল জমাটি।  জন্মদিন উপলক্ষ্যে যক্ষ্মা রোগীদের ফল দেন সুমিত্রা।

Most Popular