HomeOffbeatBizarre Photoshoot Of Maternity: মাতৃত্ব নিয়ে সন্তানসম্ভবা তরুণীর চমকে যাওয়া ফোটোশুট, এমন...

Bizarre Photoshoot Of Maternity: মাতৃত্ব নিয়ে সন্তানসম্ভবা তরুণীর চমকে যাওয়া ফোটোশুট, এমন থিম কেউ কস্মিনকালে শোনেনি!

- Advertisement -

মহানগর ডেস্ক: মাতৃত্বের এমন ফোটো শুট কস্মিনকালে কেউ শুনেছেন কিনা,জানা নেই। কেনটাকির তেইশ বছরের সন্তানসম্ভবা তরুণী সম্প্রতি মাতৃত্ব নিয়ে (Bizarre Photoshoot Of Maternity) এমন একটি মাতৃত্বকালীন ফোটোশুট করেছে, যা দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে গিয়েছে। অনেকের চোখ কপালেও হয়েছে। ফোটো শুটের থিম হল ফিউরেনাল অর্থাৎ শেষকৃত্য, যা শিশু-মুক্ত জীবনের প্রতীক বলেই বোঝাতে চেয়েছেন চেরিয়ান লংস্টডন। কালো রঙের গাউন ও পর্দা গায়ে দিয়ে তোলা পোট্রেট ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন রেস্ট ইন পিস-টু বিয়িং কিড-ফ্রি!

ছবিগুলি তুলেছেন মালিক ট্রিগ বলে এক ক্যামেরাম্যান, যাতে দেখানো হয়েছে নিজের সোনোগ্রামের ছবি হাতে নিয়ে লগসডন কাল্পনিক চোখের জল ফেলছেন ওই তরুণী। তবে এমন উদ্ভট থিমের কথা জানালেও তিনি লিখেছেন সত্যি সত্যি মা হওয়ার জন্য রোমাঞ্চ বোধ করছেন। তাঁর পোস্ট ভাইরাল হওয়ার পর চোদ্দ হাজার লাইকস পেয়েছে। অসংখ্য কমেন্ট। অনেকেই তাঁর মাতৃত্ব নিয়ে অভিনন্দন,শুভেচ্ছা জানিয়েছেন।

তবে কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন। জবাবে লগসডন তাঁর সৃজনমূলক অ্যাপ্রোচের পক্ষে সওয়াল করেছেন। বলেছেন কোনও বিরোধী লোকের সঙ্গে কাজিয়া করার প্রচুর সময় আছে। আগামীদিনেও মাতৃত্ব নিয়ে তিনি অনেক অসাধারণ ফোটো শুট করবেন। আরও ঘোষণা করেছেন অক্টোরের আট তারিখে পরিবার ও বন্ধুদের জন্য একটি পার্টিও দেবেন।    

Most Popular