Home Offbeat এক টাকায় চিকেন বিরিয়ানি, কোথায় মিলছে এমন সুযোগ?

এক টাকায় চিকেন বিরিয়ানি, কোথায় মিলছে এমন সুযোগ?

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক : অবিশ্বাস্য ! জিনিসপত্রে দামে যখন আগুন জ্বলছে, আগুন দামের ছ্যাঁকায় হিমশিম খাচ্ছেন সবাই, ঠিক তখনই তেলঙ্গানার (Telangana) একটি বিরিয়ানির দোকানে মাত্র এক টাকায় চিকেন বিরিয়ানি বিক্রির অফারে (Chicken Biryani For One Rupee) রীতিমতো মূর্ছা যাওয়ার জোগাড় আম জনতার। এক টাকায় চিকেন বিরিয়ানির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই ওই দোকানে রীতিমতো ভিড়ের সুনামি শুরু হয়। বিরিয়ানি পেতে চলে কাড়াকাড়ি,ধস্তাধস্তি। তবে সেই অত্যুৎসাহী লাগামহীন জনতার ভিড় পর্যবসিত হয় বিভীষিকায়। ক্রেতারা দোকানের সামনে কাতারে কাতারে ভিড় করেন। চিকেন বিরিয়ানি চেখে দেখতে লাইন দেওয়া অসংখ্য মানুষের ভিড় পরিণত হয় একরকম রণক্ষেত্রে। জনতা এরপর বিরিয়ানির দোকানে হামলা চালায়।তবে ঘটনাটি ঘটে মাস কয়েক আগে।

পরিস্থিতি চলে যায় আয়ত্তের বাইরে। এরপরই অফার বাতিল করতে বাধ্য হন হোটেল কর্তৃপক্ষ। বিশাল ভিড়ে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। এরকম অবস্থা দেখে ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি  নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় পুলিশ প্রশাসন পদক্ষেপ নেয়। সারি সারি গাড়ি রাস্তা আটকে রাখে। পথচারীরা রীতিমতো ক্ষুন্ন হন। এদিকে যাঁরা চিকেন বিরিয়ানি কিনতে গাড়ি রেখেছিলেন, তাঁদের প্রত্যেককে দুশো থেকে আড়াইশো টাকা জরিমানা ধার্য করে প্রশাসন। ভাইরাল হওয়া ভিডিওয় ক্রেতাদের লাগামহীন ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করে।

 

 

You may also like