মহানগর ডেস্ক: দু বছর আগে কোভিডে তাঁকে মৃত ঘোষণা করেছিল হাসপাতাল। মৃত্যুর খবর পাওয়ার পর বাড়ির লোকেরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। কিন্তু দু বছর পর সশরীরে হাজির হতেই পরিবার ও এলাকার লোকেদের মূর্ছা যাওয়ার মতো অবস্থা (Dead Corona Man Alive)। অদ্ভুত ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের দার জেলায় (Madhya Pradesh)। শনিবার ভোর ছটা নাগাদ কারোদকালায় এক আত্মীয়দের বাড়িতে দরজা নক করেন কমলেশ পতিদার নামে পঁয়ত্রিশ বছরের ওই ব্যক্তি। তাঁকে দেখে ভূত দেখার মতো চমকে যান আত্মীয়রা। মৃত কমলেশকে চোখের সামনে দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেননি তাঁরা।
দু বছর কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময় অসুস্থ হয়ে পড়েন কমলেশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা কমলেশকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর “দেহ” পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তারপর নিয়ম মেনে তাঁর শেষকৃত্য করেন পরিবারের লোকজনেরা। তবে তিনি এতদিন কোথায় ছিলেন তা নিয়ে কোনওকিছু জানাননি। কানওয়ান থানার ইনচার্জ জানিয়েছেন কমলেশের পরিবারের লোকজনেরা জানিয়েছেন ২০২১ সালে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিল। তারপর তাঁকে গুজরাতের ভদোদরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে চিকিৎসকরা তাঁকে করোনা সংক্রমণে মৃত বলে ঘোষণা করেছিলেন। তারপর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হলে দেহ নিয়ে গ্রামে ফিরে আসে। সেখানে তাঁর শেষকৃত্য করেন পরিবারের লোকজনেরা। পুলিশ জানিয়েছে কমলেশের বয়ান নথিভুক্ত করার পর প্রকৃত সত্যিটা জানা সম্ভব হবে।