Home Offbeat এ বছর ‘ফোর্বস ইন্ডিয়া’ ধনীর তালিকায় কৃষকের ছেলে কে পি রামাসামি

এ বছর ‘ফোর্বস ইন্ডিয়া’ ধনীর তালিকায় কৃষকের ছেলে কে পি রামাসামি

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: ভারতের ১০০ জন ধনী ব্যক্তির ফোর্বসের তালিকায় রয়েছে তিনজন নতুন মুখ। এই আত্মপ্রকাশকারীদের মধ্যে একজন হলেন ৭৪ বছর বয়সী কেপি রামাসামি, টেক্সটাইল এবং চিনি প্রস্তুতকারী কেপিআর মিলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। যিনি ১৯.১৩৩ কোটি টাকার মালিক। ফোর্বসের তালিকায় এবার নিজের নাম তুলেছেন তিনি, কিন্তু জানেন কী তাঁর আসল পরিচয়?

কে পি রামাসামি কে?

কেপি রামাসামি একজন কৃষকের ছেলে এবং কলেজ ড্রপআউট। তিনি ভারতের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানি প্রতিষ্ঠানের জন্যে আজ বিশ্বের সবথেকে ধনীর তালিকায় নিজের নাম তুললেন। কেপিআর মিল ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৩ সালে, কেপি রামাসামি তাঁর ব্যবসায়িক পোর্টফোলিও প্রসারিত করেন। চিনি উৎপাদন শুরু করেন। তার উদ্যোক্তা যাত্রায় ২০১৯ সালে পুরুষদের অভ্যন্তরীণ পোশাকের ব্র্যান্ড, ফাসোর সূচনাও অন্তর্ভুক্ত।

KPR মিল চিনি এবং ইথানল তৈরির প্রচেষ্টা ছাড়াও বোনা পোশাক, তুলা এবং পলিয়েস্টার সুতা উৎপাদনে বিশেষজ্ঞ। ফোর্বস রিপোর্ট অনুযায়ী, কেপিআর মিলে বার্ষিক ১২৮ মিলিয়ন গার্মেন্টস উৎপাদন হয়। এই পোশাক গুলি স্পোর্টসওয়্যার এবং স্লিপওয়্যার সহ বিস্তৃত পরিসরকে অন্তর্ভুক্ত করে। যেমন, H&M, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং ওয়ালমার্ট। এছাড়াও ভারতের ১০০ ধনীর ফোর্বসের তালিকায় অন্যান্য নতুন নামগুলির মধ্যে রয়েছে এশিয়ান পেইন্টস পরিচালনাকারী দানি পরিবার। তাদের মোট মূল্য ৬৮.৪৫৫ কোটি। আরেকটি নতুন প্রবেশকারী হলেন রেণুকা জাগতিয়ানি, ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারপারসন এবং সিইও।

চলতি বছরের মে মাসে স্বামী মিকি জাগতিয়ানীর মৃত্যুর পর তিনি এই কোম্পানির দায়িত্ব নেন। তাঁর মোট সম্পত্তির মূল্য ৩৯.৯৩১ কোটি। ফোর্বসের শীর্ষ 3-এ ধনী ভারতীয় তালিকায় রয়েছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি $92 বিলিয়ন সম্পদের মালিক, তারপরে আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি $68 বিলিয়ন সম্পদের মালিক এবং এইচসিএল প্রতিষ্ঠাতা শিব নাদার তৃতীয় অবস্থানে রয়েছেন। $29.3 বিলিয়ন সম্পদের মালিক।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved