HomeOffbeatসিনেমা দেখতে গিয়ে পপকর্ন আর পেপসির বিল দেখে চোখ ছানাবড়া দর্শকের!

সিনেমা দেখতে গিয়ে পপকর্ন আর পেপসির বিল দেখে চোখ ছানাবড়া দর্শকের!

- Advertisement -

মহানগর ডেস্ক:  সিনেমা হলে বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনদের সঙ্গে ছবি দেখার অভিজ্ঞতা সবারই কমবেশি রয়েছে। করোনা অতিমারির পর ছবি দেখার সেই অভিজ্ঞতার রাতারাতি বদল হয়েছে। চল বেড়েছে ওটিটি দেখার। এখন আর হলে গিয়ে সিনেমা দেখার বদলে নতুন এই ধরণে অভ্যস্থ হয়ে পড়েছেন সবাই। এখন সবাই ডিজিটাল প্ল্যাটফর্মেই ঝুঁকেছেন। অনেক হলই বন্ধ। মাল্টিপ্লেক্সে ছবি দেখারও খরচ অনেক। তাই সবারই ঝোঁক ওটিটিতে ছবি দেখার। আসলে আগের সেই ছবিটাই তিনশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে। টিকিটের জন্য মোটা টাকা খরচ,খাওয়াদাওয়া, পানীয়ে চুমুক দেওয়ার খরচও প্রচুর বেড়ে গিয়েছে। যে খরচ সামলালে পকেট ফুটো হওয়ার জোগাড়। খরচের বহর নিয়ে একজন টুইটার ইউজার লিখেছেন পপকর্ন খাওয়া আর পেপসি খাওয়ার খরচ, যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য  ।

পপ কর্ন ও ঠান্ডা পানীয় তারিয়ে তারিয়ে খাওয়ার পর তাঁকে যে বিল ধরানো হয়েছিল, তা দেখে বিদ্যুতের শক লাগার জোগাড়। ত্রিদীপ কুমার মণ্ডল নামে ওই টুইটার ইউজার দোসরা জুলাই টুইটারে বিলটি শেয়ার করেছেন। সিনেমাহলে পপকর্ন ও পানীয় খরচের বিল টুইটারে শেয়ার করার পর সেটি দশ লক্ষ ও কুড়ি হাজার ভিউ হয়েছে। লাইক হয়েছে সতেরো হাজার আটশো। ভিউ আর লাইক লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সিনেমা হলে পপকর্ন ও ঠান্ডা পানীয়ের জন্য বিল করা হয়েছে যথাক্রমে ৪৬০ টাকা ও ৩৬০ টাকা। দুটো মিলিয়ে ৮২০ টাকা! যা ছবি দেখার খরচকে অনেকগুণ ছাপিয়ে গিয়েছে। যা সারা বছর ওটিটি দেখার খরচের সমান। ঘটনাটি নয়ডার পিভিআর সিনেমা হলের। এই খরচ প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশনের সমান। বমকে যাওয়া টুইটার ইউজার লিখেছেন আশা করছি এরপর কেউ পরিবার নিয়ে আর সিনেমা হলে ছবি দেখতে যাবেন না। পঞ্চান্ন গ্রাম চিজ পপকর্নের দাম ৪৬০ টাকা এবং ৬০০ মিলিলিটার পেপসির দাম ৩৬০ টাকা! নাঃ, পরিবারের লোকজনদের নিয়ে হলে ছবি দেখা সত্যিই অসম্ভব, টুইটারে লিখেছেন ওই ইউজার। টুইটারে বিলের ছবি পোস্ট করার পর ইউজারদের রীতিমতো আঁতকে ওঠার মতো অবস্থা। কীভাবেই বা কারো পক্ষে এমন অস্বাভাবিক টাকা দিয়ে পপকর্ন আর পেপসি খাওয়া সম্ভব। কারো কারো কথায়, পপকর্নের জন্য এত টাকা খরচ না করে সেই টাকায় ছবি দেখার পর জমিয়ে খাওয়া যেতে পারে। কেউ লিখেছেন ছবি দেখুন কিন্তু অতটাকা খরচ করে পপকর্ন আর পানীয় খাওয়ার মানে নেই।

Most Popular