HomeOffbeatLongest Tongue Of Dog: লম্বায় সাড়ে পাঁচ ইঞ্চি জিভ, এই কুকুর দেখে...

Longest Tongue Of Dog: লম্বায় সাড়ে পাঁচ ইঞ্চি জিভ, এই কুকুর দেখে চমকে যেতেই হবে!

- Advertisement -

মহানগর  ডেস্ক: ছবি দেখে চমকে যাওয়ার কোনও কারণ নেই। তা ছবিতে কী রয়েছে। তবে চাইলে গিয়েও দেখতে পারেন। তবে কিনা, এই আশ্চর্য জীবটিকে দেখতে যেতে হবে (Longest Tongue)  আকাশপথে সুদূর আমেরিকার ইলিওনেসে। সেখানে গেলেই দেখতে পাবেন ব্যাপারটা। তখন মনে হবে না, সত্যিই চমকে যাওয়ার মতো ব্যাপার। তবে প্রাণীটি কি, একটু খোলশা করে বলা যেতে পারে। প্রাণীটি একটি বক্সার কুকুর।

আপনি বলতেই পারেন এ আর নতুন কি! এতো আকছারই দেখা যায়। বহু বাড়িতে যেমন ডোবারম্যান, জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার পোষে, তেমনই এই কুকুরও পোষে। তাহলে এই বক্সার কুকুরকে দেখে চমকে কেন যেতে হবে। চমকে কেন যেতে হবে, সেটা খোলশা করছি। সেটা হল কুকুরটির জিভ ৫.৬ ইঞ্চি লম্বা, যা কোনও কুকুরের হয় না। তবে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন মানুষের এমন লম্বা জিভ আমরা দেখেছি।

কিন্তু রকি নামে এই লম্বা জিভের কুকুরটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছে। কারণ তার ওই লম্বা জিভের জন্য। কুকুরটির মালিক ব্র্যাড ও ক্রিস্টাল উইলিয়ামস তাদের লম্বা জিভের কুকুরের জন্য রীতিমতো গর্বিত। চেনা বা অচেনা মানুষ রকিকে দেখলে চমকে যান তো বটেই। দু মিনিট দাঁড়িয়ে তাঁদের তাজ্জব হওয়ার ভাবটা উপভোগ করেন। তা রকি কীভাবে গিনেস বুকে নাম তুলল, সেটা জেনে নেওয়া দরকার। উইলিয়াম পরিবার কিছুদিন আগে জানতে পারেন এর আগের রেকর্ডধারী মোচি নামে কুকুরটু মারা গিয়েছে।

Most Popular