Home Offbeat Man Killed Peacock By Plucking Features: নৃশংস! ময়ূরের সমস্ত পালক উপড়ে ফেলায় মৃত্যু পেখমধারীর!

Man Killed Peacock By Plucking Features: নৃশংস! ময়ূরের সমস্ত পালক উপড়ে ফেলায় মৃত্যু পেখমধারীর!

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: পেখম তোলা ময়ূরের মতো সুন্দর পাখি (Man Killed Peacock By Plucking Features)আমাদের সবাইকেই মুগ্ধ করে। এমন সুন্দর পাখি ভালোবাসেন না, এমন মানুষ কমই আছে। কিন্তু সেই অপরূপ সুন্দর পাখির প্রতি নির্মম ব্যবহার যে কারোকেই ব্যথিত করে। হ্যাঁ, কিছুদিন আগে এমনই অমানবিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের কান্তি জেলায়। সেখানে এক যুবক এমনই সুন্দর ময়ূরের সমস্ত পালক ছিড়ে ফেলায় মৃত্যু হয় ময়ূরটির। তার এই নির্মম কাণ্ড তার বন্ধু ভিডিওয় রেকর্ড করে। ভিডিওয় দেখা যায় এক যুবক পটাপট করে ময়ূরটির পালক ছিঁড়ে ফেলছে। সেই পাশবিক দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

ভিডিও পোস্ট করার সময় সে একটি গানও রেকর্ড করে। ভিডিওটি দেখার সময় সেই গানটি আড়াল থেকে বাজতে থাকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। জানা গিয়েছে অভিযুক্তের নাম অতুল। ডিভিশনাল ফরেস্ট অফিসার গৌরব শর্মা জানান যে বাইকে করে অভিযুক্ত যাচ্ছিল, সেই বাইকের নাম্বার প্লেটের ভিত্তিতে অভিযুক্ত যুবকের পরিচয় জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার রিথি থানার অধীনে।  ভিডিওর কমেন্ট বক্সে সুনামির মতো ওই পাশবিক ঘটনার নিন্দা করে অসংখ্য কমেন্ট জমা পড়ে। এক ইউজার রাগি ইমোজি দিয়ে ওই যুবককে সাইকোপ্যাথ বলে বর্ণনা করেছেন। আরেকজন লিখেছেন, খুবই লজ্জার ঘটনা। পশুপাখিদের নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির সময় এ ধরণের পাশবিক ঘটনার কোনও কারণ খুঁজে পাননি কেউ।



 

You may also like