বিক্রম ব্যানার্জী: মঙ্গলের মাটিতে খুঁজে পাওয়া একাধিক সবুজ দাগ চিন্তার কারণ হয়ে উঠেছে নাসার বিজ্ঞানীদের। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, মঙ্গলের মাটিতে বেশ কিছু বিস্ময়কর দাগ দেখতে পাওয়া গিয়েছে। যে গুলির রঙ বেশির ভাগই সবুজ। আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন অণুজীবের কার্যকলাপের ফলে এই ধরনের দাগ সৃষ্টি হতে পারে। তবে নাসা জানিয়েছে এমন কোনও ঘটনাই ঘটেনি। বরং মঙ্গলের মাটিতে থাকা দাগগুলি পাথরের রঙ হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা।
মঙ্গলের মাটিতে সবুজ দাগ কীসের ইঙ্গিত?
মঙ্গলের মাটিতে থাকা নাসার পার্সিভ্যারেন্স রোভারের কাছে 5 সেন্টিমিটার বিশিষ্ট সবুজ দাগ আবিষ্কার করেছেন গবেষকরা। যা সাধারণত পাথরের স্ট্রাইকিং অ্যারে হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানীরা। পাথরের বিক্রিয়ার কারণেই মূলত কালো, সাদা ও সবুজ ছোপ ছোপ দাগ তৈরি হয়েছে বলেই মনে করছেন তারা। তবে তিনটি রঙের মধ্যে বিজ্ঞানীদের নজর কেড়েছে হালকা-সবুজ সহ গাঢ় দাগের অংশ।
মনে করা হচ্ছে, পৃথিবীর মতো মঙ্গলেও এমন অনেক পাথর রয়েছে যেগুলি একে অপরের সংস্পর্শে এসে অক্সিডাইজড আয়ন থেকে লাল রঙ তৈরি করে। কিন্তু চিন্তার কারণ তো সবুজ রঙ। হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন, মঙ্গলের পৃষ্ঠে থাকা জল পাথরে পরিণত হওয়ার আগে পলির মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিক্রিয়া করে সবুজ রঙের রাসায়নিক তৈরি করেছে। ফলত সেই কারণেই সবুজ দাগ লক্ষ্য করা গিয়েছে মঙ্গলের মাটিতে।
উল্লেখ্য, মঙ্গলের পার্সিভ্যারেন্স রোভারের পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে বিশেষ যন্ত্র চালিয়ে দাগগুলি পর্যবেক্ষণ করে তা গবেষণার সুযোগ তৈরি হয়নি। তবে এই দাগগুলোর বাস্তব উৎপত্তি কোথা থেকে সেই বিষয়ে গবেষণা অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। সেই সাথে মঙ্গলে কোনও এলিয়েন অথবা ভিনগ্রহের প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা যায় কিনা সেই দিকেও নজর রয়েছে নাসার বিজ্ঞানীদের।
আরও পড়ুন: ফের ঘর ভাঙল মালাইকার! 6 বছরের সম্পর্কে ইতি টানলেন অর্জুন কাপুর?