HomeOffbeatBabies Will Born In Laboratory : মাতৃগর্ভে নয়, মানবশিশুর জন্ম হবে গবেষণাগারে,...

Babies Will Born In Laboratory : মাতৃগর্ভে নয়, মানবশিশুর জন্ম হবে গবেষণাগারে, সাফল্য পেতে দিনরাত ব্যস্ত জাপানের গবেষকরা!

- Advertisement -

মহানগর ডেস্ক: ২০২৮ সালের কাছাকাছি সময়ে মায়ের গর্ভে নয়, গবেষণাগারেই জন্ম নেবে শিশু (Babies Will Born In Laboratory)। এতে বন্ধ্যত্ব ও অন্যান্য জন্মকালীন ত্রুটির চিকিৎসা করা সম্ভব হবে। জাপানের একদল গবেষকরা ( A Team Of Researchers Of Japan Working) এই পদ্ধতি নিয়ে কাজ করছেন। কিউসু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাধারণ মানুষের কোষ নিয়ে ডিম্বাণু ও শুক্রের গণহারে উৎপাদনের লক্ষ্যে এই কাজ শুরু করেছেন।

জার্নাল নেচারে এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। সমীক্ষায় জানানো হয়েছে গবেষকদের বর্ণনা অনুযায়ী তাঁদের পুরুষ ইদুরের চামড়া প্লুরোপোটেন্টে রূপান্তরিত করার চেষ্টা চলছে। যা  বিভিন্ন ধরণের টিস্যু বা কোষ তৈরি করা সম্ভব হয়। এরপর ওই কোষগুলি ওষুধের সাহায্যে ইঁদুরের কোষগুলিকে মহিলা ইঁদুরের কোষে রপান্তরিত করা হয়, যা পরে ডিম্বাণুগুলি পুরুষ ইঁদুরের নতুন জন্ম হয়।

স্টিম সেল বায়োলজি বিশেষজ্ঞ কাটসুসিকো হায়াসি জানিয়েছেন এই সমীক্ষায় যৌন ক্রোমোজমের কারণে বন্ধ্যত্ব বা জিনগত ত্রুটির বিষয়ে গভীর আলোকপাত করা হয়েছে। সেইসঙ্গে পুরুষদের ছাড়া সন্তান উৎপাদনে সম্ভাবনার পথ খুলে দেয়। এর আগে গবেষকরা সিন্থেটিক স্যারোগেসি পদ্ধতি ব্যবহার করে দুটি পুরুষ ইঁদুরের মাধ্যমে শিশু ইঁদুর সৃষ্টির চেষ্টা করেছিলেন।

নতুন সমীক্ষায় ছশো তিরিশটি ভ্রূণ থেকে মাত্র সাতটি ভ্রূণ থেকে নবজাত ইঁদুর ছানার জন্ম হয়। গবেষকদের বিশ্বাস তাঁদের এই পরীক্ষা নিরীক্ষা মানুষের জন্মের ব্যাপারে জোরালো প্রভাব ফেলবে। যদিও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্টেম সেল ও রিপ্রোডাকটিভ বিশেষজ্ঞ, যিনি এই গবেষণা অংশ নেননি, তিনি জানিয়েছেন এটি অত্যন্ত বুদ্ধিমান কৌশল। তাঁকে উদ্ধৃত করে দি নিউ ইয়র্ক পোস্টে বেরিয়েছে।  তাঁর মতে, এটি স্টেম সেল ও রিপ্রোডাকটিভ বায়োলজির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

Most Popular