Home Offbeat আমেরিকায় পাসপোর্ট পেল এক ভাল্লুক! রইল বিস্তারিত

আমেরিকায় পাসপোর্ট পেল এক ভাল্লুক! রইল বিস্তারিত

by Mahanagar Desk
31 views

বিক্রম ব্যানার্জী: আমেরিকায় এক ভাল্লুককে পাসপোর্ট দিল দেশের স্বরাষ্ট্র বিভাগ। হ্যাঁ, গাঢ় বাদামি রঙের প্রাণীটির পরনে নীল পোশাক ও মাথায় লাল টুপি। শিশুতোষ গল্পের অন্যতম চরিত্র এই প্যাডিংটন বিয়ার, পেরু থেকে চলে এসেছে লন্ডনে। যা নিয়ে তৈরি হয়েছে আস্ত একটা সিনেমা। খুব শীঘ্রই পেক্ষাগৃহে মুক্তি পাবে প্যাডিংটন ইন পেরু সিনেমাটি। আর সেই মুভিতে ব্যবহারের জন্যই অসংখ্য অনুরোধের পর প্রযোজককে একটি পাসপোর্ট প্রদান করেছে স্বরাষ্ট্র দফতর।  

পাসপোর্ট হাতে লন্ডন থেকে পেরু পৌঁছাল ভাল্লুক 

প্যাডিংটন ইন পেরু সিনেমার শ্যুটিংয়ের আগে সহপ্রয়োজক রুবি সিলভা ও তার টিম স্বরাষ্ট্র দফতরের সাথে যোগাযোগ করে। সিনেমার প্রয়োজন অনুযায়ী একটি রেপ্লিকা পাসপোর্টের অনুরোধ করা হয়। সেইমত মুভিতে ব্যবহারের জন্য একটি পাসপোর্ট বানিয়ে দেওয়া হয় আমেরিকার স্বরাষ্ট্র বিভাগেরতরফে। এই প্রসঙ্গে সিলভা জানায়, তারা লিখিতভাবে স্বরাষ্ট্র দফতরের কাছে সিনেমার প্রয়োজনে একটি পাসপোর্টের আবেদন জানিয়েছিলেন। তাদের অনুরোধ মেনে স্বরাষ্ট্র বিভাগ প্যাডিংটন ভল্লুকের নামে একটি রেপ্লিকা পাসপোর্ট বানিয়ে দেয়। 

পাসপোর্টটিতে প্যাডিংটন ভাল্লুকের নাম ও ছবিসহ জন্মতারিখ হিসেবে 25 জুন উল্লেখ করা হয়েছে। একই সাথে, জন্মস্থান হিসেবে উল্লেখ রয়েছে পেরুর। সিনেমাটি আগামী বছর অর্থাৎ 2025 সালের 17 জানুয়ারি মুক্তি পাবে। প্যাডিংটন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করবে প্যাডিংটন ইন পেরু। যেখানে প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে প্যাডিংটন ভাল্লুকটিকে। এছাড়াও রয়েছে আরও একাধিক পার্শ্ব চরিত্রও। তবে তার আগে ছোট্ট প্যাডিংটন আন্ট লুসির সাথে দেখা করতে পেরুর উদ্দেশ্যে রওনা দেবে। 

প্রসঙ্গত, প্যাডিংটন ভাল্লুককে নিয়ে প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল 2014 সালে। এরপরই শুরু হয় দ্বিতীয় মুভিটির শ্যুটিং। 2017 সালে মুক্তি পায় ডুগাল উইলসন পরিচালিত দ্বিতীয় সিনেমা প্যাডিংটন 2 । আ বিয়ার কোল্ড প্যাডিংটন-এ প্যাডিংটন চরিত্রটি তৈরি করেছিলেন। আসন্ন সিনেমা প্যাডিংটন ইন পেরু – তে ভয়েস দিয়েছেন বেন হুইশাও। সিনেমাটির শ্যুটিং হয়েছে লন্ডনের এক নামি স্টুডিওতে। 

আরও পড়ুন: 8 কোটি বছর আগের ডাইনোসরের ডিম খুঁজে পেলেন বিজ্ঞানীরা

You may also like