Home Offbeat Physically Challenged Shah rukh Fan: ভেন্টিলেটরে শাহরুখের জওয়ান দেখলেন বিশেষভাবে সক্ষম ডাই হার্ড ফ্যান!

Physically Challenged Shah rukh Fan: ভেন্টিলেটরে শাহরুখের জওয়ান দেখলেন বিশেষভাবে সক্ষম ডাই হার্ড ফ্যান!

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: যাকে বলে সুপার-ডুপার হিট। বলিউডের বেতাজ বাদশা শাহরুখের দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলা জওয়ান সিনেমা ঘিরে অন্ত নেই উৎসাহের। হলে হলে হাউসফুল। সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। লক্ষ্মীলাভেও রেকর্ড। সেপ্টেম্বরের সাত তারিখে রিলিজ হওয়া শাহরুখের সিনেমা দেখতে সিনেমা প্রেমীরা সকাল ছটায় ছবি দেখতে ভিড় জমিয়েছিলেন হলে। জওয়ান ছবি ঘিরে একেবারে বিন্দাস আট থেকে আশি। এককথায় দিওয়ানা। তবে এত কিছুর মধ্যেও অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে একটি ভিডিও।

সোশ্যাল মিডিয়ার এক্সে সম্প্রতি পোস্ট হওয়া ভিডিও দেখা গিয়েছে আনিস ফারুকি নামে বিশেষভাবে সক্ষম শাহরুখের ডাই হার্ড ফ্যান জওয়ান ছবিটি দেখল ভেন্টিলেটারে (Physically Challenged Shah rukh Fan)। এমন উৎসর্গকৃত অনুরাগীর গুরুভক্তির মন ছুঁয়ে যাওয়া ভিডিও বহু মানুষকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। জওয়ান সিনেমার পুরোটাই ভেন্টিলেটশন থেকে দেখেন আনিস। দেখতে দেখতে মাঝেমাঝেই শাহরুখের প্রতি তার বাঁধনহারা উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি সে।

You may also like