পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত শাপ হিসেবে আমরা কিং কোবরার নাম প্রায় সকলেই জানি।সেই ভয়ঙ্কর কিং কোবরাকে পেঁচিয়ে ফেললো অজগর।কি শুনে নিশ্চই আশ্চর্য লাগছে। আজ্ঞে হ্যাঁ ভয়ঙ্কর শাপকেই পেঁচালো একটু অজগর।এই ভয়ঙ্কর ভিডিওটি চারিদিকে ভাইরাল হয়েছে বলে সূত্র থেকে জানা গিয়েছে।
সূত্রের খবর এই ভয়ঙ্কর বিষাক্ত দুটি শাপ দুজন দুজনকে এমনভাবে আকড়ে ধরে আছে যে কেউই কাউকে ছাড়তে নারাজ।এই ভিডিও দর্শকের গায়ের লোম খাড়া করে দিয়েছে।কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধে জয় হবে কার সেটাই আসল দেখার বিষয়।আসুন দেখে নেওয়া যাক এই যুদ্ধে জয়ী কে হল ?কিং কোবরা নাকি অজগর?
অজগর এবং কিং কোবরার মধ্যে শুরু হয়ে গেছে তুমুল যুদ্ধ।অজগর সাপটি কিং কোবরাকে যেমন জড়িয়ে রয়েছে তেমনি অন্যদিকে কিং কোবরা শাপটি অজগরকে শক্তভাবে কামড়ে ধরে রয়েছে।এই ভিডিওটি একজন ব্যাক্তি ইনস্টাগ্রামে ভাইরাল করেছে।তার ইনস্ট্রাগ্রামটির নাম @ @snake_vedios।এই ভিডিওটি সাত হাজারের বেশি লোক লাইক করেছে।এর লাইক,ভিউ এবং শেয়ার ক্রমাগত বেড়েই চলেছে।
কিং কোবরার আকৃতি দেখে সবাই প্রায় চমকে উঠেছে।ভিডিওটি পোস্টের সাথে সাথে ভাইরাল হয়ে গেছে।কেউ কেউ বিভিন্ন কমেন্ট করেছে।কেউ কমেন্ট করেছে যে কিং কোবরার বিষের কারণে মারা যেতে পারে অজগর।আবার অনেকে বলেছেন যে এই ভিডিও সচরাচর খুব কম দেখা যায় ।তবে শেষপর্যন্ত কার জয় হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।