Home Offbeat 8 কোটি বছর আগের ডাইনোসরের ডিম খুঁজে পেলেন বিজ্ঞানীরা

8 কোটি বছর আগের ডাইনোসরের ডিম খুঁজে পেলেন বিজ্ঞানীরা

by Mahanagar Desk
Published: Last Updated on 39 views

বিক্রম ব্যানার্জী: বহু যুগ আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া ডাইনোসরের ডিম উদ্ধার করলেন চিনের বিজ্ঞানীরা। এক সময়ে যেই প্রাণী গোটা বিশ্বে রাজ করে বেড়াত সেই প্রজাতির সব চেয়ে ক্ষুদ্র ডিমের সন্ধান পেতেই হাঁ হয়ে গিয়েছেন বিজ্ঞানীদের একাংশ। হিস্ট্রিকাল বায়োলজি নামক এক বিজ্ঞান ভিত্তিক জার্নালে ডাইনোসর জাতির এই নিদর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

চিনে পাওয়া গেল 8 কোটি বছর পুরনো ডাইনোসরের ডিম 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব চিনের অন্যতম শহর গঞ্জোউয়ের কাছে একটি এলাকায় নির্মাণ কাজ চলছিল। আর সেখান থেকেই 6 টি ডিম উদ্ধার করেন বিজ্ঞানীরা। প্রথমদিকে সেগুলিকে দেখে পাখির ডিম মনে হয়েছিল। এরপরই সবকটি ডিম গবেষণার জন্য নিয়ে যাওয়া হয় ল্যাবে। দীর্ঘদিন ধরে জীবাশ্ম রূপে পড়ে থাকা ডিমগুলি নিয়ে টানা 3 বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা চালায় বিজ্ঞানীদের দল।

ইলেকট্রন মাইক্রোস্কোপ জাতীয় উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা সনাক্ত করে, যেই ডিমগুলি পাওয়া গিয়েছে সেগুলি কোনও পাখির সঙ্গে সম্পর্কিত নয়, বরং এগুলি সবকটিই থেরোপড ডাইনোসরের ডিম। আসলে থেরোপড একপ্রকার মাংসাশী ডাইনোসর। যারা সাধারণত দুপায়ে চলা ফেরা করার জন্য পরিচিত। গবেষকরা 6টি ডিমের নামকরণ করেন মিনিওলিথাস গানজুয়েনসিস। প্রত্যেকটি ডিম ভালভাবে পরীক্ষা করার পর বিজ্ঞানীদের তরফে জানানো হয়, ডিমগুলি সম্ভবত আজ থেকে প্রায় 8 কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগের। যেই সময়ে গোটা পৃথিবী জুড়ে রাজত্ব চালাত ডাইনোসরেরা। 

প্রসঙ্গত, ভবিষ্যতে ডিমগুলি নিয়ে আরও একাধিক গবেষণা চালানোর পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। সেই সাথে ডিমগুলি যেই স্থান থেকে পাওয়া গিয়েছে সেই জায়গাটিও সংরক্ষণ করে রাখার কথা ভাবছেন গবেষক মহল। কারণ ওই জায়গাই বলে দিতে পারে ডাইনোসরদের সম্পর্কে একাধিক খুঁটিনাটি তথ্য। সেই সাথে ডাইনোসরদের সঙ্গে সেই সময়ে মানুষের সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে জানতেও একপ্রকার মুখিয়ে রয়েছেন বিজ্ঞানীরা। 

আরও পড়ুন: বিশ্বের প্রথম 10 বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা কোনগুলি? রইল তালিকা

You may also like