নিজ নিজ মাতৃভাষা নিয়ে গর্বিত সকলেই। আর একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে পালন করা হয় ‘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। এই বিশেষ দিনে উদযাপনে সামিল মুর্শিদাবাদ জেলার সৈয়দপাড়া জুনিয়র হাই স্কুলের সকল পড়ুয়ারা। এক সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্কুলে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বিকাশ বাগদী মহাশয় ও সহ শিক্ষক মাননীয় শুভদীপ ঘোষ মহাশয়। তাঁদের বক্তব্যে উঠে আসে মাতৃভাষার গুরুত্বের কথা। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাকর্মী দেবাঞ্জন বৈরাগ্য মহাশয়। ছাত্র ও ছাত্রীদের তরফ এই বিশেষ দিনে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। ভাষা দিবসকে কেন্দ্র করে এক বিশেষ প্রশ্নোত্তর প্রতিযোগিতারও ব্যবস্থা ছিলো। সফল উত্তরদাতাদের হাতে পুরষ্কারও তুলে দেওয়া হয়। সকল শিক্ষার্থীদের উজ্জ্বল উপস্থিতি বিদ্যালয় প্রাঙ্গনকে মুখরিত করে তোলে। শিক্ষার্থীদের বিকাশের কথা মাথায় রেখে এমন অনুষ্ঠান ভবিষ্যতে আরও করা হবে বলে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় জানান।
‘অমরে একুশের’ পালনে সামিল পড়ুয়ারা
- Advertisement -