মহানগর ডেস্ক:উজ্জ্বল উত্থান! যাকে বলে গলি থেকে রাজপথ। এমনই এক সত্যি ঘটনা বস্তির অখ্যাত এক কিশোরীকে নিয়ে। বিলাসবহুল সৌন্দর্যের ব্র্যান্ড ফরেস্ট এসেন্সিয়ালের (Forest Essential) নতুন প্রচার অভিযানে মুখ হিসেবে সুযোগ পেল মুম্বইয়ের ধারাভি বস্তির চোদ্দ বছরের কিশোরী মালিসা খারওয়া ( Girl From Dharavi Slum Of Mumbai)। তাকে প্রথম আবিষ্কার করেন ২০২০ সালে হলিউডের অভিনেতা রবার্ট হফম্যান। পরে তিনি গো ফান্ড মি পেজ মালিসার জন্য চালু করেন।

এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা দু লক্ষ পঁচিশ হাজারেরও বেশি। তার পোস্টে প্রায়ই হ্যাসট্যাগ দেওয়া হয় প্রিন্সেস ফ্রম দি স্লাম। গত কয়েক বছরে মালিসা একাধিক পণ্যের মডেল হয়েছে। তার সেই সাফল্যের পথ ধরেই এবার লাইভ ইওর ফেয়ারিটেল নামে একটি শর্ট ফিল্মেও অংশ নিয়েছে সে।

আর সেই সাফল্যের পরে তাকে ফরেস্ট এসেনসিয়ালসের মুখ হিসেবে সংস্থার যুবতী সিলেকশনে তুলে ধরা হয়েছে। এই সামাজিক উদ্যোগের লক্ষ্য তরুণ মনকে শক্তিশালী করে তোলা। এপ্রিল মাসে ব্র্যান্ড ইনস্টাগ্রামে একটি বড় মাপের ভিডিও শেয়ার করে। তাতে দেখা যায় মালিসা তাদের স্টোরে ঢুকছে। ক্যাপশন দেওয়া হয় তার মুখ বিশুদ্ধ ঝলমলে ভাব নিয়ে রয়েছে। তার চোখে তার স্বপ্ন ফুটে উঠেছে।

মালিসার কাহিনি স্বপ্ন সত্যি হওয়ার ঘটনাকে মনে করিয়ে দিয়েছে। এরপরই ভিডিওটি ঘিরে সুনামির মতো ভিউ, লাইকস হয়। ভিউ হয় পঞ্চাশ লক্ষেরও বেশি। চার লক্ষ ছ হাজারেরও বেশি ছিল লাইকসের সংখ্যা। ইন্টারনেট ইউজাররা মালিসার এমন অভাবনীয় উত্থানে প্রশংসায় মুখর হয়ে ওঠে।

বিখ্যাত ফ্যাশন পত্রিকা ভোগ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও ফরেস্ট এসেন্সিয়ালসের ম্যানেজিং ডিরেক্টর মীরা কুলকার্নি জানিয়েছেন তাঁদের যুবতী কালেকশনের মাধ্যমে তাঁরা শুধু মালিসার স্বপ্নকেই সমর্থন করছেন না, তরুণ মনকে শক্তিশালী করে তুলতে উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে মালিসা জানিয়েছে ফরেস্ট এসেনসিয়ালসের সঙ্গে তার প্রচার এখনও পর্যন্ত সব থেকে বড় কাজে। সে মডেল হতে চায়। তবে সবার আগে গুরুত্ব দিতে চায় লেখাপড়াকে।