বিক্রম ব্যানার্জী: প্রিয় মানুষের সাথে বহুদিন পর দেখা হওয়ায় তাকে জড়িয়ে ধরা কিংবা পরিবারের সদস্যদের বিমান বন্দরে ছাড়তে গিয়ে বিদায় জানানোর আগে একবার শেষ আলিঙ্গন। ভালবাসা প্রকাশের এক অন্যতম মাধ্যম হল একে অপরকে জড়িয়ে ধরা। তবে এই অভ্যাস নিউজিল্যান্ডের ডুনেডিন বিমানবন্দরে যথেষ্ট সমস্যায় ফেলতে পারে আপনাকে। কারণ দূরের গন্তব্য পারি দেওয়ার আগে যাত্রীদের আলিঙ্গনের সময় বাঁধে দিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বাইরে ঝুলতে থাকা সাইনবোর্ড যার অন্যতম প্রমাণ।
আলিঙ্গনের সময় 3 মিনিট
যাত্রীদের উদ্দেশ্য গত সেপ্টেম্বর থেকেই সাউথ আইল্যান্ডের ডুনেডিন আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে টাঙানো হয়েছে এক নীল সাইনবোর্ড। যেখানে লেখা, ‘ আলিঙ্গনের সর্বোচ্চ সময় 3 মিনিট।’ সাইনবোর্ডটির নিচে লেখা রয়েছে, ‘অতিশয় অনুরাগীরা দয়া করে আলিঙ্গনের জন্য গাড়ি রাখার পার্ক ব্যবহার করুন।’ যেই ছবি সোশ্যাল মিডিয়ায় পা রাখতে না রাখতেই ভাইরাল হয়েছে।
ভাইরাল দৃশ্য
ডুনেডিন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে টাঙানো সেই নীল পোস্টারটির ছবি বা ভিডিও তুলে তা সমাজ মাধ্যমে আপলোড করেছেন এক ব্যক্তি। যেই দৃশ্য দেখার সাথে সাথেই নিজেদের মতামত জানাতে শুরু করেছেন নেট নাগরিকরা। এয়ারপোর্ট কর্তৃপক্ষের এহেন পদক্ষেপে কেউ লিখেছেন, যাত্রীরা আলিঙ্গনের জন্য কতটা সময় নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ আবার তার কথায় সায় দিয়ে লিখেছেন, মানুষ তার প্রিয় জনকে কীভাবে আলিঙ্গন করবে এবার সেটাও কী ঠিক করে দেবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তবে সমাজ মাধ্যমের একটা অংশ বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সাধুবাদও জানিয়েছেন।
প্রসঙ্গত, ডুনেডিন আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রপ-অফ জোনে নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত করতে এবং অযথা ভিড় এড়াতে এই নয়া নিয়ম চালু করা হয়েছে। তবে তা বাস্তবায়নে কোনও বিশেষ ফোর্স মোতায়েন করা হয়নি। বরং ডুনেডিন বিমান বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান ডে বোনো বলেন, তারা যাত্রীদের আলিঙ্গন করার সময় ঠিক করে দিতে চান না, তারা চান সকলেই যেন ভিড় না করে অন্যদেরও সেই সমান সুযোগ করে দেন।
আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইকে মারতে পারলেই পাওয়া যাবে 1,11,11,111 টাকা! পুরস্কার ঘোষণা করণী সেনার