Home Featured Prophet Muhammad Row: নবীকে নিয়ে ফের আপত্তিকর টুইট, গ্রেফতার কানপুরের বিজেপি নেতা

Prophet Muhammad Row: নবীকে নিয়ে ফের আপত্তিকর টুইট, গ্রেফতার কানপুরের বিজেপি নেতা

by Anamika Nandi
Prophet Muhammad Row: নবীকে নিয়ে ফের আপত্তিকর টুইট, গ্রেফতার কানপুরের বিজেপি নেতা

মহানগর ডেস্ক: বিজেপি (BJP) মুখপাত্রের কুরুচিকর মন্তব্যের জেরে আন্তর্জাতিক আঙিনায় ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। গেরুয়া শিবিরের দুই নেতার গ্রেফতারের দাবি তুলেছে বিরোধীরা। এই সবের মাঝে ফের আবার হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর টুইট করার অভিযোগ উঠেছে কানপুরের (Kanpur) বিজেপি নেতা (BJP Leader) হর্ষিত শ্রীবাস্তবের বিরুদ্ধে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। মুছে ফেলা হয়েছে টুইটটিও। কানপুরের শীর্ষ পুলিশ কর্তা মীনা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘বিজেপির যুব শাখা ও স্টুডেন্ট কাউন্সিলের সদস্য হর্ষিত শ্রীবাস্তব। তাঁর পোস্টটি অত্যন্ত আপত্তিকর ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারও করা হয় তাঁকে’। পুলিশ কর্তার কথায়, ‘সরকারের নীতি অত্যন্ত পরিষ্কার। কেউ যদি সাম্প্রদায়িক উস্কানি দেয় কিংবা সামাজিক ঐক্যকে বিব্রত করে, তবে তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ ও কড়া পদক্ষেপ নেওয়া হবে’।

আরও পড়ুন: ‘নূপুরে পা কাটা’র পর বড় সিদ্ধান্ত নিল বিজেপি

দিন ১০ আগে নবী মহম্মদের বিয়ে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন নূপুর শর্মা। যার জেরে আন্তর্জাতিক মহলে ভারতের উপর চাপ বাড়ছে। এমনকি এর কারণে দিল্লি, মুম্বাই সহ উত্তরপ্রদেশ ও গুজরাটে হামলার হুমকি দিয়েছে আল কায়দা। অশান্ত হয়ে উঠেছে ইসলামিক দুনিয়া। কাতার, ওমান, ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, জর্ডন, ও পাকিস্তানের সঙ্গে সুর চড়িয়েছে আফগানিস্তানও। তালিবান মুখপাত্র ভারত সরকারকে ইসলামের অপমান থেকে বিরত থাকার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সেইসঙ্গে মুসলিম ভাবাবেগের কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবারই দল থেকে সাসপেন্ড হয়েছেন নূপুর শর্মা ও জিন্দাল। বাতিল হয়েছে তাঁদের প্রাথমিক সদস্যপদও। কিন্তু ক্ষোভের আঁচ কমেনি আরব দুনিয়ায়। প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে মিসেস শর্মাকে। এরইমধ্যে ফের আবার মহম্মদকে নিয়ে আপত্তিকর টুইট করেছেন কানপুরের বিজেপি নেতা।

You may also like