মহানগর ডেস্ক : জ্ঞান এখনো ফেরেনি ঐন্দ্রিলা শর্মার। অবস্থা আশঙ্কাজনক। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের করা পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৭২ কেটে গিয়েছে। কেমন আছেন অভিনেত্রী?
হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত খবর চিকিৎসায় তেমন ভাবে সাড়া দেয়নি ঐন্দ্রিলা। চোখের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল তার। মঙ্গলবার রাতেই অস্তের প্রচার করা হয় তাকে। তখন থেকে কোমাতেই রয়েছেন অভিনেত্রী। সাত রকমের ওষুধ চলছে আপাতত। তবে বিপদ যে কেটে গিয়েছে এমনটা বলা যাচ্ছে না। চিকিৎসক ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ ঐন্দ্রিলার ঘরে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দু ইউনিট রেড ব্লাড সেল দেওয়া হয়েছে তাকে। রক্তচাপ কম থাকায় ভেন্টিলেশনে তাকে ভেসো প্রেসার দেওয়া হচ্ছে। রক্তচাপ ছিল ১১০/৭০। পালস রেট প্রতি মিনিটে ১১২। ইচ্ছার প্রয়োজনে করা হয়েছে একাধিক টেস্ট। মস্তিষ্কে অপারেশনের পর আপাতত আইসিইউতে রয়েছেন তিনি।
সোমবার দিনেও ভালোবাসার মানুষকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন। ২৪ ঘন্টা ঘুরতে না ঘুরতে আচমকা মঙ্গলবার রাতে অসুস্থ অনুভব করেন তিনি। প্রথমে ডান হাত এবং পা অসার হয়ে যায় তার। চোখের পলক ফেলতে না ফেলতেই গোটা দেহ পক্ষাঘাত হয়ে যায়। বমি করতে শুরু করেন তিনি। এরপর বাড়ির প্রত্যেকের তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসেন। এখান থেকে সময় নষ্ট না করে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় তাকে। আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। তবে সেটি ক্যান্সার থেকেই হয়েছে কিনা এখনো সেটি জানা যায়নি।