Home Featured Rahul Suddenly Started Run: তেলেঙ্গনায় পদযাত্রায় অ্যাথলিটের মতো আচমকাই দৌড় রাহুলের, তাল মেলাতে হিমশিম নেতা,নিরাপত্তা রক্ষীরাও

Rahul Suddenly Started Run: তেলেঙ্গনায় পদযাত্রায় অ্যাথলিটের মতো আচমকাই দৌড় রাহুলের, তাল মেলাতে হিমশিম নেতা,নিরাপত্তা রক্ষীরাও

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: পায়ে পায়ে নেতা-সমর্থকদের সঙ্গে হাঁটছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তারপর আচমকাই শুরু করে দিলেন দৌড়। তাঁর হঠাৎ দৌড় দেখে সঙ্গের নেতারাও শুরু করলেন দৌড়(Rahul Suddenly Started Run)। দৌড় লাগালেন তাঁর নিরাপত্তা রক্ষীরাও। তাঁর এমন উর্ধ্বশ্বাস দৌড় দেখে রীতিমতো জয়োল্লাস শুরু করলেন সমর্থকরা। টিআরএস শাসিত তেলঙ্গানায় পাঁচ দিনে পড়া ভারত জোড়ো যাত্রায় এভাবেই সবার নজর কেড়ে নিলেন কংগ্রেস সাংসদ। এর আগে ভারত জোড়ো যাত্রায় রাহুলের পদযাত্রা নিয়ে প্রচুর ছবি ও ভিডিও ঘিরে আলোড়ন তৈরি হয়েছে। এর আগে কর্ণাটকে পদযাত্রায় তিনি জলের ট্যাঙ্কের মাথায় উঠে সমর্থকদের হাত নেড়ে অভিনন্দন জানিয়েছিলেন। তার আগে তামিলনাডুতে একটি কাঁধে শিশুকে নিয়ে পদযাত্রা করে নজর কেড়েছিলেন সাংসদ।

এবারের দৌড়ে কংগ্রেসের সভাপতি রেবন্ত রেড্ডি ও অন্যান্যরা যাঁরা তাঁর সঙ্গে আস্তে হাঁটা শুরু করেছিলেন,তাঁরাও দৌড়তে শুরু করেন। শনিবার রাহুল ভারতজুড়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন তেলঙ্গানার মেহবুবনগরের ধর্মাপুরা থেকে। আশা করা হচ্ছে কুড়ি কিলোমিটর পদযাত্রা করবেন তিনি। এদিন যাত্রা বন্ধ করার আগে শাদনগরে সোলিপুর জংশনে একটি পথসভা করবেন কংগ্রেস সাংসদ। এই পদযাত্রায় তিনি বিভিন্ন বুদ্ধিজীবী,নানা সম্প্রদায়ের নেতা, ক্রীড়াব্যক্তিত্ব, ব্যবসায়ীদের সঙ্গে দেখা করবেন। এছাড়া তেলঙ্গনা জুড়ে বিভিন্ন প্রার্থনাসভা,মন্দির,মসজিদে যাবে। সেখান প্রার্থনা করবেন। এ মাসের শুরুতে কর্ণাটকে ভারত জোড়ো যাত্রায় রাজ্যের প্রাক্তনমন্ত্রী সিদ্ধারামাইয়া, কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের সঙ্গে ছোটখাটো দৌড়ন। সবমিলিয়ে ভারত জোড়ো যাত্রায় রাহুলের ফিটনেস ছিল সবার আলোচ্য বিষয়। শনিবার আদিবাসীদের সঙ্গে নাচ করে সবার নজর কেড়ে নেন রাহুল। তাঁর নাচের দক্ষতা দেখে সবার প্রশংসা কুড়োন।

You may also like