মহানগর ডেস্ক: কার্তিক মাসের অমাবস্যা তিথি মানেই আলোয় আলোয় ভরে উঠবে চারিদিক। রাজ্য থেকে দেশ, বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকে উদযাপন করবে দীপাবলি উৎসব। এ বছর ২৪ অক্টোবর পালিত হবে সেই আলোর উৎসব। কিন্তু প্রত্যন্ত গ্রাম বাংলায় এই দীপাবলি উৎসবে কালীপুজোর পাশাপাশি চল লয়েছে লক্ষ্মী পূজার। সেই দীপাবলিতে মা লক্ষ্মীর জন্য কি বিশেষ ব্যবস্থা করবেন? এমন কি কাজ আছে যা করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন? জেনে নিন এখান থেকে।
হিন্দু ধর্মে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে সম্পদের দেবী লক্ষ্মী, সম্পদের ভান্ডারী, ভগবান কুবের এবং জ্ঞানের দেবতা, ভগবান গণেশের পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে দীপাবলির রাতে তাদেরকে সন্তুষ্ট করলেই সংসারে আর্থিক অনটন দূর হয়। ধনসম্পদের দেবদেবীরা সম্পদের স্থিতিশীলতা প্রদান করেন, আর দীপাবলির রাতে তাই ঘরে ঘরে প্রদীপ জ্বালানো রীতি রয়েছে। প্রথমত গ্রামে এখনো নিজেদের হাতে মাটির প্রদীপ তৈরি করে সেগুলোই গৃহস্থের চারিদিকে সন্ধ্যাবেলা প্রজ্বলিত করা হয়। কিন্তু যেখানে সেখানে সেই প্রদীপ জ্বালিয়ে নিজের বাড়ির মঙ্গল সাধনা থেকে বিরত থাকবেন না। আসুন জেনে নেওয়া যাক দীপাবলির রাতে কোন কোন স্থানে প্রদীপ জ্বালানো শুভ।
বাড়ির মূল প্রবেশপথে প্রদীপ জ্বালান: দীপাবলি উপলক্ষ্যে পুজোর পর প্রথমেই বাড়ির প্রধান দুয়ারের দুপাশে প্রদীপ জ্বালিয়ে দিন। কথিত আছে, লক্ষ্মী দেবী আলো পছন্দ করেন। আর দীপাবলির রাতে ধন-সম্পদের দেবী গৃহেস্তের বাড়িতে আসেন। আর সেখানে যদি মূল দরজা অন্ধকার দেখেন তাহলে দেবী লক্ষ্মী রুষ্ট হন ও ফিরে যান।
তুলসী গাছের কাছে: প্রত্যন্ত গ্রাম বাংলাতে এখনো হিন্দু ধর্মালম্বী যেকোনো বাড়িতে তুলসী মন্ডল থাকবেই। আর দীপাবলির রাতে পুজো করার পর তুলসী গাছের নীচেও একটি প্রদীপ রাখুন।
মন্দিরে প্রদীপ জ্বালাতে হবে: দীপাবলি পবিত্র উৎসব। সবার আগে বাড়িতে থাকা মন্দির বা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো উচিত। দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় থেকে অবশ্যই তার সামনে একটি অখন্ড প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখতে হবে।
পানীয় জলের পাত্রের কাছে প্রদীপ রাখুন: ঘরে আপনি যেখানে জল সঞ্চয় করেন বা জলের কল রয়েছে দীপাবলির সন্ধ্যায় সেখানে একটি প্রদীপ রাখুন। কারণ এটা বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে বাড়িতে খাবারের ভাণ্ডার অটুট থাকবে।
মূলত এগুলি মানুষের একটি বিশ্বাস এবং জ্যোতিষ চর্চা মতে সেই বিশ্বাসগুলোকে ধর্মের আকারের সম্মান জানানো হয়। আর সেই যখন দীপাবলি রাতে কিংবা সন্ধ্যায় গৃহস্থের বাড়ি আলোকিত হয় তখন না হয় লক্ষী আরাধনার কথা ভেবেই সব জায়গার মতো উপরিউক্ত স্থান গুলিতে একটা করে প্রদীপ দিয়েই দিলেন। তাতে ক্ষতি কি?