Home Featured Mahatma Gandhi: ফের বিদেশের মাটিতে গান্ধীমূর্তি ভাঙল দুষ্কৃতীরা, অসন্তোষ প্রকাশ ভারতের

Mahatma Gandhi: ফের বিদেশের মাটিতে গান্ধীমূর্তি ভাঙল দুষ্কৃতীরা, অসন্তোষ প্রকাশ ভারতের

by Anamika Nandi
Mahatma Gandhi: ফের বিদেশের মাটিতে গান্ধীমূর্তি ভাঙল দুষ্কৃতীরা, অসন্তোষ প্রকাশ ভারতের

মহানগর ডেস্ক: বুধবার কানাডার রিচমন্ড হলে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তি ভাঙল একদল দুষ্কৃতী। এই ঘটনা জানাজানি হতেই অসন্তোষ প্রকাশ করেছে ভারত। কানাডার (Canada) ভারতীয় দূতাবাস থেকে টুইট করে জানানো হয়েছে, “গান্ধী মূর্তি ভাঙার মতো ঘৃণ্য কাজে প্রবাসী ভারতীয়দের ভাবাবেগে আঘাত লেগেছে”। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে রিচমন্ড হলে রয়েছে একটি বিষ্ণু মন্দির। যেখানকার গান্ধী মূর্তিতে ভাঙচুর চালায় দুষ্কৃতীর দল।

জানা গিয়েছে, মূর্তি ভাঙার সঙ্গে একাধিক আপত্তিকর কথা লেখা হয়েছে স্থাপত্যটির গায়ে। খবর পাওয়া মাত্র পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। যদিও ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই মুহূর্তে অভিযুক্তদের ধরতে ঘটনার তদন্তে নেমেছে কানাডা পুলিশ। প্রসঙ্গে কানাডার ভারতীয় দূতাবাস টুইটে লেখে, ‘রিচমন্ড হলের বিষ্ণুমন্দিরে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙ্গায় আমরা মর্মাহত। এটি অত্যন্ত অপরাধমূলক একটি ঘটনা। এই ঘৃণ্য কাজ কানাডার ভারতীয় সম্প্রদায়ের ভাবাবেগে গভীরভাবে আঘাত করেছে। এই ধরনের অপরাধমূলক কান্ডে সেখানকার ভারতীয়রা আতঙ্কিত’।

এদিনের এই ঘটনায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে। কানাডা পুলিশ সূত্রে, যত দ্রুত সম্ভব অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত নভেম্বরেই অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙ্গার ঘটনার পর গুজরাটে নাথুরাম গডসের একটি মূর্তি ভাঙ্গা হয়। জামনগরে নাথুরাম গডসের ওই মূর্তিটি স্থাপন করেছিল ‘হিন্দু সেনা’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। সেই মূর্তি ভাঙ্গার পেছনে ছিল জামনগরের কংগ্রেস সভাপতি দিগুভু জাদেজা ও তাঁর অনুগামীরা। গতকাল কানাডার রিচমন্ড হলে গান্ধী মূর্তি ভাঙার ঘটনায় অভিযুক্তদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ।

You may also like