Home Featured Monkeypox: দেশে একের পর এক মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ

Monkeypox: দেশে একের পর এক মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ

by Anamika Nandi

মহানগর ডেস্ক: ভারতে প্রবেশ করে গিয়েছে মাঙ্কিপক্স (Monkeypox)। করোনার বারবারন্তের মাঝে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক তৈরি করেছে এই ভাইরাস। এবার তেলেঙ্গানার খাম্মামের একটি সরকারি হাসপাতালে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভর্তি হয়েছেন এক ব্যক্তি। তাঁর নমুনা আজ পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হবে।

এদিকে তেলেঙ্গানার একজন শীর্ষ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কামারেডিতে যে ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিয়েছিল তাঁর নমুনা নেগেটিভ এসেছে। প্রসঙ্গে ডক্টর জি শ্রীনিবাস রাও বলেছেন, মাঙ্কিপক্স পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি পুনেতে পাঠানো নমুনাগুলি নেগেটিভ পাওয়া গিয়েছে। এই ভাইরাসে প্রথম সন্দেহভাজন ব্যক্তি ৬ জুলাই কুয়েত থেকে এসেছিলেন। ২০ জুলাই তাঁর জ্বর হয় এবং শরীরে ফুসকুড়ি দেখা দেয়। যার পর তিনি প্রাইভেট হাসপাতালে চেকআপের জন্য যান। সেখানকার চিকিৎসক এটিকে মাঙ্কিপক্স বলে সন্দেহ করে।

পরবর্তীতে তাঁকে কামারেডী জেলা হাসপাতালে পাঠানো হয়। এমনকি এরপর তাঁকে হায়দরাবাদেও পাঠানো হয়েছিল এবং বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় তাঁকে।

অন্যদিকে মাঙ্কিপক্সে আক্রান্ত বলে সন্দেহভাজন এক ব্যক্তিকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের ইতিহাসও রয়েছে। প্রসঙ্গে ডক্টর ভিকে পল জানিয়েছেন, আতঙ্কের কোনও প্রয়োজন নেই। এএনআই-এর সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, মানুষকে আরও সতর্ক থাকতে হবে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্বেগের কোনও প্রয়োজন নেই।

পলের বক্তব্য, কারোর শরীরে এই ভাইরাস সংক্রান্ত কিছু উপসর্গ দেখা দিলে তাঁদের তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। দায়িত্বের সঙ্গে গোটা বিষয় সামলাতে হবে। ইতিমধ্যেই এই ভাইরাস সংক্রান্ত নির্দেশিকা জারি হয়ে গিয়েছে।

You may also like