Home Entertainment ONLINE SCAM: ৪০০ টাকার বিয়ার কিনতে গিয়ে ৪০০০০ খোয়ালেন আইনজীবী

ONLINE SCAM: ৪০০ টাকার বিয়ার কিনতে গিয়ে ৪০০০০ খোয়ালেন আইনজীবী

by Arpita Sardar
beer online order, online scam,lawyar

মহানগর ডেস্কঃ অনলাইনে প্রতারণা দিন দিন ক্রমবর্ধমান। নতুন নতুন ফন্দি এঁটে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষে ফাঁকা। এই প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলতে বেশি করে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিকে টার্গেট করা হচ্ছে। এবার সেই প্রতারণার হাত থেকে রেহাই পেলেন না খোদ আইনজীবী। ৪০০ টাকার বিয়ার কিনতে গিয়ে খোওয়াতে হল ৪০,০০০ টাকা। কিছু দিন আগে বিয়ারের জন্য এলাকায় দোকানের খোঁজ করেন তিনি। GOOGLE এ সার্চ করেন বিয়ারের দোকান। সেখানেই স্থানীয় দোকানের নম্বর পেয়ে তাতে ডায়াল করেন। কয়েক মিনিটের মধ্যেই একটি অন্য নম্বর থেকে হোয়াটস অ্যাপ কল আসে। জানানো হয় অনলাইনে অর্ডার করার সুব্যবস্থাও রয়েছে। সেই অনুযায়ীই ওই ব্যক্তি ২ বোতল বিয়ার অর্ডার করেন। তার দাম হয় ৩৬০ টাকা।

এরপরে প্রতারকরা সেই ব্যক্তিকে একটি QR কোড পাঠান। এই কোড স্ক্যান করে ৩৬০ টাকার সঙ্গে অতিরিক্ত ডেলিভারি চার্জ পেমেন্ট করার অনুরোধও করা হয়। আর তাতেই বিপত্তিতে পড়েন ওই আইনজীবী। কোড স্ক্যান করতেই নিমেষে ৪০,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় তাঁর।

এইসব জালিয়াতি থেকে বিশেষজ্ঞরাও বেশ শঙ্কিত। তাঁরা পরামর্শ দিয়েছেন, যে কোনও আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকতে হবে উভয়পক্ষকে। অনলাইনে সুরক্ষিত থাকতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, পাসওয়ার্ড, ডেবিট কার্ড, CVV নম্বর কাউকে না জানানোর পরামর্শই দিয়েছেন। প্রতারকেরা এই বিষয়ে চাপ সৃষ্টি করলেও কার হাতে এই তথ্য না শেয়ার করার পরামর্শই দিয়েছেন। পাশাপাশি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অনলাইনে যে কোনও লিঙ্কে ক্লিক করা বন্ধ করতে। বিশেষ করে অচেনা নম্বর থেকে আসা মেসেজ থেকেই এই লিঙ্ক আসার সম্ভাবনা থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

You may also like