মহানগর ডেস্ক: কেন্দ্রীয় সরকার ইডির অপব্যবহার করছে, দাবি কংগ্রেস নেতা শশী থারুরের (Sashi Tharoor)। সোমবার কংগ্রেস নেতা বলেছেন, তদন্তকারী সংস্থা শুধুমাত্র বিরোধী দলের লোকেদেরই টার্গেট করছে। গতকাল গ্রেফতার করা হয়েছে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে। প্রসঙ্গে থারুর জানিয়েছেন, সরকারি সংস্থাগুলি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নয়।
থারুরের কথায়, ইডির অপব্যবহার করা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নয়। তাঁদের একটি নির্দিষ্ট কাজ রয়েছে, তাই করা উচিত। বিরোধীদের টার্গেট করে যে ধরনের কাজ করা হচ্ছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে হাত শিবিরের নেতা জানিয়েছেন, ‘আমরা এমন জায়গায় থাকি যেখানে গণতন্ত্রের মূল্যবোধ রয়েছে এবং তা সংরক্ষণ করা উচিত’। বাদল অধিবেশনের মাঝে নেতার বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।
অন্যদিকে সঞ্জয় রাউতের গ্রেফতারিতে ইডির নিন্দা করেছেন তিরুবন্তপুরমের সাংসদ। তাঁর বক্তব্য, ‘বিজেপি ‘বিরোধী মুক্ত’ সংসদ চায়। তাই সঞ্জয় রাউতের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা সংসদ ভবনে মূল্যবৃদ্ধি ও গুজরাট হুচ ট্র্যাজেডি প্রসঙ্গ তুলব’। এদিকে শিবসেনা সাংসদ অনিল দেশাই বলেন, দেশের মানুষ দেখছে কীভাবে সরকারি যন্ত্র ব্যবহার করে বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিন সংসদের উভয় কক্ষ স্থগিত করা হয়েছিল কারণ, বিরোধীরা রাউতের ইডি গ্রেফতারের বিষয়টি তুলেছিল এবং কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে মন্তব্য করেছিল। মূলত জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রাউতকে। কিন্তু রাউতের দাবি, তাঁর বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সমস্ত মিথ্যা।