মহানগর ডেস্ক: বহুজন সমাজ পার্টির (BSP) প্রধান মায়াবতী (Mayawati) শনিবার বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) এনডিএ প্রার্থীকে পক্ষে সমর্থন করবেন তিনি। প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের আন্দোলনের একটি প্রধান অংশ আদিবাসী সম্প্রদায়। যে কারণে নির্বাচনে একজন আদিবাসী নেত্রীকেই সমর্থন করব’। পাশাপাশি বিরোধী প্রার্থী নিয়ে তাঁর দলের সঙ্গে পরামর্শ না করার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন মায়াবতী।
তাঁর বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বৈঠকের জন্য শুধুমাত্র কয়েকটি বাছাই করা দলকে ডাকা হয়েছিল। এমনকি এনসিপি প্রধানও বিএসপিকে আলোচনার জন্য ডাকেনি। বিরোধীরা কেবল একটি ঐক্যমত তৈরির চেষ্টা করার ভান করেছে। যেহেতু বিরোধীরা তাঁর দলকে গুরুত্ব দেয়নি, তাই তাদের রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে মাথা ঘামাচ্ছেন না মায়াবতী।
আরও পড়ুন: করোনা বিধি মেনে সোমবার থেকে খুলছে রাজ্যে স্কুল
প্রসঙ্গে তিনি বলেছেন, বিএসপি কংগ্রেস বা বিজেপিকে অনুসরণ করে না। বা কোনও শিল্পপতিদের সঙ্গেও জড়িত নয়। আমরা নিপীড়িতদের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি। যদি কোনও দল এই জাতীয় জাতি বা শ্রেণীর মানুষের পক্ষে দাঁড়ায়, তবে আমরা তাদেরকে সমর্থন করি। দ্রৌপদী মুর্মুর দেশের শীর্ষ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম মহিলা আদিবাসী নেত্রী শুক্রবার প্রধানমন্ত্রী মোদি এবং সিনিয়র বিজেপি ও জোট নেতাদের উপস্থিতিতে তাঁর মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১৮ জুলাই রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। যেখানে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার।
তবে মিসেস মূর্মু নির্বাচিত হলে, প্রথম মহিলা আদিবাসী নেত্রী এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হবেন। সেইসঙ্গে ওই পদের অধিকারী ৬৪ বছর বয়সী সর্বকনিষ্ঠ ব্যাক্তিত্ব হবেন ঝাড়খণ্ডের নেত্রী। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উত্তরসূরি নির্বাচনের জন্য ১৮ জুলাই অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। ফলাফল জানা যাবে ২১ জুলাই।