মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই এখন অপটিক্যাল ইলিউশন চেয়ে রয়েছে। আর বেশ মজার মজার ধাঁধা থাকায় হুড়মুড়িয়ে এগুলি ভাইরাল হয়। নেটাগরিকরা এগুলির সমাধান বার করতে নাজেহাল হয়ে পড়লেও এর উত্তর খুঁজতে বেশ আগ্রহও প্রকাশ করে। আর এই ছবির ক্রিয়েটর রাও একাধিক ছবির মূল বিষয়টি এমন ভাবে মিশিয়ে তৈরি করে যে অনেক সময় চোখ ধাঁধার মধ্যে পড়ে যায়।
এবার মন-বিভ্রান্তকর একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে যা নেটিজেনদের মাথা ঘামাতে বাধ্য করেছে। সেখানে রয়েছে একদল স্কুলপড়ুয়া। তদের বিশাল ভিড়েই লুকিয়ে রয়েছে তিনটি পেঁচা। আর এই তিন পেঁচাকেই খুঁজে বের করতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে।
এই ধাঁধাটি বেশ কঠিন, কারণ বলা হচ্ছে যে লুকানো পেঁচা তিনটে নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র এক শতাংশ লোকই দেখতে পারে। তবে চিন্তার দরকার নেই। সমাধানের জন্য একটু ক্লু দেওয়া যেতেই পারে। ছবিতে তিনটি প্যাঁচাকে দেখতে হলে, উপর থেকে নিচে গ্রিডের ভঙ্গিতে খুঁজতে হবে যেভাবে পুলিশ অপরাধীকে খোঁজে। জিগজ্যাগ ভঙ্গিতেও খুঁজতে পারেন। তবে কিন্তু কখনওই উলটোপালটা ভাবে খোঁজা চলবে না।
এখনও খুঁজে পেলেন না? তবে হতাশ হওয়ার কিছু নেই। চলুন বলে দেওয়া যাক। তিনটে প্যাঁচার প্রথমটি রয়েছে উপরের বাম কোণে, দ্বিতীয়টি মাঝখানে এবং তৃতীয়টি নীচের ডানদিকে। এবার নিশ্চয়ই খুঁজে পেয়েছেন তিন পেঁচাকে!