Home Featured Order To Marry Raped Woman : এক বছরের মধ্যে ধর্ষিতাকে খুঁজে পেলে বিয়ে করতে হবে, এই শর্তে ধর্ষককে জামিন বোম্বে হাইকোর্টের

Order To Marry Raped Woman : এক বছরের মধ্যে ধর্ষিতাকে খুঁজে পেলে বিয়ে করতে হবে, এই শর্তে ধর্ষককে জামিন বোম্বে হাইকোর্টের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: এক বছরের মধ্যে যদি ধর্ষিতাকে খুঁজে পাওয়া যায়,তাহলে তাকে বিয়ে(Order To Marry Raped Woman) করতে হবে। এই শর্তে ধর্ষণে অভিযুক্তকে (Granted Bail To Rape Accused) জামিনে মুক্তি দিল বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। ধর্ষণে অভিযুক্ত সাতাশ বছরের ওই যুবককে জামিন দেওয়ার সময় বিচারপতি ভারতী ডাঙ্গরের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তবে এক বছর পেরিয়ে গেলে এই শর্ত মানার প্রশ্ন নেই। বেঞ্চ জানিয়েছে অভিযুক্ত এবং বাইশ বছরের তরুণীর মধ্যে সম্মতিসূচক সম্পর্ক ছিল।

ওই মহিলা অন্তঃসত্ত্বা জানতে পারার পর অভিযুক্ত তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করা হয়। ২০২০ সালে এনিয়ে মুম্বই থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযোগপত্রে ওই তরুণী জানান, ২০১৮ সাল থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তাঁদের পরিবার বিষয়টি জানতেন। এ নিয়ে তাদের কোনও আপত্তি ছিল না। ২০১৯ সালে তিনি জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা এবং সে কথা অভিযুক্তকে জানান। কিন্তু তারপর থেকেই অভিযুক্ত তাঁকে এড়িয়ে যেতে শুরু করেন। তাঁর পরিবারকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে না চাওয়ায় তিনি বাড়ি ছেড়ে চলে যান। ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি সন্তানের জন্ম দেন। জানুয়ারি মাসের তিরিশ তারিখে সদ্যোজাত সন্তানকে একটি বাড়ির সামনে ফেলে রেখে চলে যান।

সদ্যোজাত শিশুকে ফেলে রেখে চলে যাওয়ায় তাঁর বিরুদ্ধে পৃথক একটি এফআইআর দায়ের করা হয়। বিচারপতি ডাঙ্গরে তাঁর নির্দেশে জানান সম্ভবত এই কারণেই ওই তরুণী আদালতের বিচার থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আদালতে অভিযুক্ত আশ্বাস দেন তিনি ওই তরুণীকে বিয়ে করতে ইচ্ছুক ও শিশুর পিতৃত্ব স্বীকার করতে প্রস্তুত। তবে পুলিশ জানিয়েছে তারা ওই তরুণীর কোনও খোঁজ পায়নি। শিশুটিকে একটি চাইল্ড কেয়ার সেন্টারে রাখা হয়েছিল। তাকে ইতিমধ্যেই দত্তক দেওয়া হয়েছে। উচ্চতর আদালত জানিয়েছে এই পরিস্থিতিতে যখন ঘটনাটি জানানো হয়েছে, সেসময় নিগৃহীতা প্রাপ্তবয়স্ক এবং তিনি ইতিমধ্যেই জানিয়েছেন তাদের মধ্যে সম্মতিসূচক সম্পর্ক ছিল।

You may also like