মহানগর ডেস্ক: আগামীকাল ভাগ্য নির্ধারণ হবে উদ্ধব ঠাকরের। বৃহস্পতিবার আস্থা ভোটের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। ক্রমশ উত্তেজনা বাড়ছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। এদিকে আজ অর্থাৎ বুধবার জানা গিয়েছে, অসমের (Assam) মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ নেতারা। টুইট করে শিণ্ডে (Eknath Shinde) জানিয়েছেন, “শিবসেনা বিধায়ক ও তাঁদের সঙ্গীরা অসমের মুখ্যমন্ত্রীর বন্যা ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিগত দিনে অসমের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভিটে-মাটি ছাড়া হয়েছেন বহু মানুষ। এরই মাঝে বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কেরা। সম্প্রতি মহারাষ্ট্র ছেড়ে গুয়াহাটি গিয়েছিলেন শিণ্ডে ও তাঁর অনুগামীরা। তারপর থেকেই উত্তপ্ত মারাঠা রাজনীতি। বুধবার গুয়াহাটির রেডিসন ব্লু হোটেল ছেড়েছেন একনাথ শিণ্ডে।
কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তাদের পুনে যাওয়ার কথা। সেখানে থেকে মুম্বই যাবেন বৃহস্পতিবার। বিদ্রোহী নেতার কথায়, “দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা রয়েছে আমাদের সঙ্গে। শত বাধা পেরিয়েও, আমরা এগিয়ে যাব। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা গুরুত্বপূর্ণ”।
বিক্ষুব্ধ শিবিরের কথায়, সংখ্যালঘু হয়েছে ঠাকরে সরকার। তাদের দাবি, ৩৯ বিদ্রোহী সেনা বিধায়ক ছাড়াও ১০ জন নির্দল বিধায়ক তাদের সমর্থনে রয়েছেন। ফলে ২৮৭ আসনের বিধানসভায় এনডিএ জোটের ১১৪ জনের সঙ্গে আরও ৪৯ জন বিধায়ক যুক্ত হয়েছেন। সেদিক থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর জোটে সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৪। তবে ঠাকরে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্রোহী বিধায়কদের ২০ জন তাদের সঙ্গে যোগ দেবেন। এই মুহূর্তে সকলের নজর রয়েছে আস্থা ভোটের দিকে। এদিকে জট ছাড়ানোর চেষ্টায় রয়েছেন ঠাকরে পুত্র।