মহানগর ডেস্ক: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন পি টি উষা (P. T. Usha)। বিশিষ্ট সুরকার ইলাইয়ারাজা ও প্রাক্তন অলিম্পিয়ান পি টি উষা সহ চারজনকে রাজ্যসভায় মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যেখানে নাম রয়েছে চিত্র পরিচালক ভি বিজয়েন্দ্র প্রসাদ ও সমাজকর্মী বীরেন্দ্র হেগ্গাড়ের। আজ, বুধবার তাঁদের মধ্যে থেকে শপথ নিয়েছেন পি টি উষা।
গত ৬ জুলাই সরকারের পক্ষ থেকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করা হয় প্রাক্তন ক্রীড়াবিদকে। যে তালিকায় তার সঙ্গে নাম রয়েছে একজন সঙ্গীত কম্পোজার, একজন সমাজসেবী এবং একজন চলচ্চিত্র পরিচালকের। যার পর বুধবার হিন্দিতে শপথ নিয়েছেন পি টি উষা।
কেরলের কোঝিকোড় জেলার একটি ছোটো গ্রামে জন্মগ্রহণ করেন উষা। ভারতের অত্যন্ত জনপ্রিয় ক্রীড়াবিদ। সারাদেশের শয় শয় মেয়ের অনুপ্রেরণা তিনি। যাঁরা ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে নিজেদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে, তাঁরা নিজেদের আইডল মনে করেন তাঁকে। দেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন তিনি। এশিয়ান গেমস, বিশ্ব জুনিয়র আমন্ত্রণমূলক মিট, এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশের সম্মান বাড়িয়েছেন উষা। অবসর গ্রহণের পর উষা স্কুল অফ অ্যাথলেটিক শুরু করেন তিনি।
অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী প্রাপক এই ব্যক্তিত্ব এবার বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ট্র্যাক থেকে এবার সোজা রাজ্যসভার সদস্য উষা। গত সোমবার রাজধানী দিল্লি পৌঁছে গিয়েছিলেন তিনি। পরদিন দেখা করেছেন বিজেপির জাতীয় সভাপতির সঙ্গে। সূত্র অনুযায়ী, সোমবারই তাঁর রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। ওই একই দিনে সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা শপথ গ্রহণ করবেন বলে ঠিক হয়েছিল। যদিওবা ওই দিন দু’জনের কেউই শপথ গ্রহণের জন্য সংসদে হাজির হতে পারেননি কিছু কারণে। অবশেষে আজ শপথ নিয়েছেন পি টি উষা।