মহানগর ডেস্ক: ফের ভারতের সীমান্ত এলাকায় ঢুকে পড়ল ড্রোন। শনিবার রাতে পঞ্জাবের গুরুদাসপুর এলাকায় একটি পাক ড্রোন (Pak Drone) ঢুকে পড়ে। বিএসএফের তৎপরতায় সেই ড্রোন পালিয়ে যায়। এর পরই জম্মু-কাশ্মীরের সাম্বা এলাকায় একটি ড্রোন দেখা গিয়েছে। দুই জায়গাতেই চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গে গুরুদাসপুর সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জানিয়েছেন, “৪৬ রাউন্ড গুলি চালানো হয়েছে পাক ড্রোন লক্ষ্য করে। তারপরেই তা পালিয়ে যায়। ভারতের আকাশ সীমায় ফের যেন ওই ড্রোন ফিরে আসতে না পারে, তার জন্য লাগাতার গুলিবর্ষণ করেছে বিএসএফ।
অপরদিকে শনিবার কাশ্মীরের সাম্বা এলাকা থেকে যে ড্রোনটি স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়েছেন, সেটিকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আপাতত অনুমান করা হচ্ছে, ওই ড্রোনটি ভারতের সীমানা ছেড়ে চলে গিয়েছে। তবে তা নিশ্চিত করতে পাল্টা ড্রোন মোতায়েন করেছে কাশ্মীর পুলিশ। চলছে তল্লাশিও। এই আবহে ভারতীয় বায়ুসেনার প্রধান বিবেক রাম চৌধুরী বলেছেন, “প্রতিবেশী দেশগুলি আমাদের সীমান্ত এলাকায় কী করছে সেদিকে নজর রাখছি আমরা”।
প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিশেষত ভারতের সীমান্তের কাছাকাছি চিনা বিমান ঢুকে পড়লে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। আমাদের যুদ্ধবিমান দক্ষতার সঙ্গে কাজ করতে তৈরি। পরপর দুই জায়গায় ড্রোন ঢুকে পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে নিরাপত্তা বাহিনী। নজর রাখা হচ্ছে সীমান্ত এলাকায়।