মহানগর ডেস্ক: বন্যা (Flood) বিধ্বস্ত পাকিস্তান (Pakistan) এবার ম্যালেরিয়া (Malaria) মহামারীর কবলে পড়ে নাজেহাল। কারণ এখনও দেশের ২৩টি জেলায় বিক্ষিপ্তভাবে জমে আছে বৃষ্টির জল। তাতেই মহা আনন্দে সংসার পেতেছে ম্যালেরিয়া মশা। হাসপাতালগুলিতে উপছে পড়ছে ভিড়। সরকারি সূত্রে জানা গিয়েছে, এবার ম্যালেরিয়া দমনে ভারতের (India) থেকে প্রায় ৬০ লক্ষ মশারি (Mosquito Net) কেনার সিদ্ধান্তে মঙ্গলবার সিলমোহর দিয়েছে পাক স্বাস্থ্য মন্ত্রক।
আর এই মশারি কেনার টাকা মেটাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হূ (WHO) থেকে পাক সরকারের কাছে নির্দেশ এসেছে, মশার বিরুদ্ধে লড়াই এর জন্য। তাই সে দেশের সরকার এবার বন্যা কবলিত এলাকায় মশারি বিলি সিধান্ত নিয়েছে।
সূত্রের খবর, পাকিস্তানের ভয়াবহ বন্যায় প্রায় তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা নেহাত কম নয়, ১৭০০ জন। অনেক দেহ ভেসেছে বন্যার জলে। পাকিস্তানের কিছু অংশে এখনও মানুষ অর্ধাহার, অনাহারের শিকার। এবার তার উপর ম্যালেরিয়ার প্রকোপে উদ্বেগ বাড়ছে সরকারের। কারণ বন্যার জল নামতেই ওই ২৩ জেলায় ঘর ঘর ম্যালেরিয়ার রুগী। এখনও পর্যন্ত প্রায় ২৭ লাখ মানুষ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।
কিন্তু বন্যা বিধ্বস্ত এই এলাকা গুলিতে বহু পরিবার হারিয়েছে বসত, কারও কারও বিছানাপত্র সব ভেসে গিয়েছে। অর্থনৈতিক সচল অবস্থা তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে। তাই কোথায় আর মশারি কেনার টাকা। এবার সেই পরিবারগুলির পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মশার দাপট থেকে নাগরিকদের রক্ষা করতে বিনামূল্যে মশারি বিলি করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান বিবাদ নতুন নয়। ২০১৯ সাল থেকেই ভারত সরকার প্রত্যহিত কাশ্মীরের বিশেষ মর্যাদা মধ্যে দিয়ে পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে ইতি টেনে দেয় দুই দেশ। একে অপরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককেও স্তব্ধ করে দেয়। যদিও বন্যা পরিস্থিতির মোকাবিলায় ভারত সরকার বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠিয়ে পাশে দাঁড়িয়েছে। এবার সেই দেশের কাছেও এই ম্যালেরিয়া প্রতিরোধী মশারি পৌঁছে দিতে কি ভূমিকা নেয় তা দেখার পালা।