মহানগর ডেস্ক: বেঙ্গালুরুতে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে পছন্দের আইপিএল দল নিয়ে আলোচনার সময় আচমকাই দুই পড়ুয়ার পাকিস্তান জিন্দাবাদ (Pakistan Zindabad) শ্লোগান নিয়ে চাঞ্চল্য দেখা দিল। ওই দুই পড়ুয়াকে (Two Students Chanted Slogan) ঘিরে উত্তেজনার পরেই তাদের বিরুদ্ধে থানায় দায়ের করা হল অভিযোগ। অনুষ্ঠানে পড়ুয়ারা যে যার মতো প্রিয় টিমের নামের হয়ে স্লোগান দিচ্ছিল। সেইসময়ই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় ওই দুজন। ওই একই সময় দুই নাবালক ও নাবালিকাও পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দেয়। তাদের স্লোগানে আপত্তি জানায় ছাত্ররা। তাদের থামানোর চেষ্টা করে। শেষপর্যন্ত অবশ্য তারা থেমে যায়।
এক পড়ুয়া স্লোগান দেওয়ার ঘটনাটি ভিডিওয় তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে। ইনস্টাগ্রামে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়। এরপরই কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি খোঁজ নেয়। ওই দুই পড়ুয়াকে ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের সাসপেন্ড করে। অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ১৫৩ ও ৫০৫(এক) বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর ওই দুই পরিবারের অভিভাবকদের সঙ্গে কথা বলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগে পঞ্জাবের মোগায় একটি কলেজে টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যে ফাইনাল খেলায় পাকিস্তানকে সমর্থন করা নিয়ে কাশ্মীরের ছাত্রদের সঙ্গে বিহারের ছাত্রদের গোলমাল বাধে। গোলমাল থেকে হাতাহাতিও হয়। শুধু বেঙ্গালুরু কিংবা পঞ্জাবই নয়, পাকিস্তানের স্লোগান উঠেছিল যোগী রাজ্যে একটি মিছিলে। তা নিয়েও অশান্তি দেখা দিয়েছিল।