মহানগর ডেস্ক: টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে তিনি জিম্বাবোয়ের (Zimbabwe Citizen)কোনও নাগরিককে বিয়ে করবেন। এমনই দাবি পাকিস্তানের অভিনেত্রী (Pakistani Actress) সেহার শিনওয়ারির। টুইট করে তাঁর দাবির কথা জানিয়েছেন বাবর আজম-রিজওয়ানের দেশের নায়িকা। এর আগে পাকিস্তানকে হারিয়ে দেয় জিম্বাবোয়ে, যা সেদেশে প্রবল তোলপাড় হয়। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিকার ছোট একটি দেশ তাদের হারিয়ে দেবে,তা পাকিস্তানের মানুষ মনে প্রাণে মেনে নিতে পারেননি। যদিও গতকাল তারা আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে সেই দুঃখ কিছুটা হলেও পোষানোর চেষ্টা করেছে। কিন্তু তাতে জিম্বাবোয়ের কাছ হারের শোক ভোলেননি সেদেশের মানুষ। প্রশমনও হয়নি।
সেই ক্ষোভেরই প্রতিফলন ঘটেছে পাক অভিনেত্রীর দাবির মধ্য দিয়ে, এমনটাই মনে করছেন অনেকে। আগামী রবিবার ভারত মুখোমুখি হচ্ছে ভারত। শিনওয়ারির কথায়, জিম্বাবোয়ে যদি অলৌকিকভাবে টিম ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে, তাহলে তিনি তাঁর প্রতিশ্রুতি রাখবেন। আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত। ওই খেলাতেও ভারতের পরাজয় নিয়ে সক্রিয়ভাবে প্রার্থনা করেছিলেন তিনি। কিন্তু ভারত ওই ম্যাচে শাকিবের দলকে হারিয়ে দেয়। তারপর থেকেই পাক অভিনেত্রী মনে মনে চাইছেন ভারত হারুক জিম্বাবোয়ের কাছে। এবং তা অলৌকিকভাবে। তাঁর ওই টুইট সাড়ে আটশো লাইক পায়। রিটুইট হয় ৪৯টি। তবে সঙ্গেসঙ্গে ব্যঙ্গের হুলও বিঁধেছেন তাঁকে। অনেক ক্রিকেটমোদী পাক অভিনেত্রীকে ব্যঙ্গ করে পোস্ট করেছেন। একজন লিখেছেন তাঁকে কি কোনও জিম্বাবোয়ের নাগরিক বিয়ে করতে চান? এটাই তো আসল ব্যাপার,তাই না! আরেকজন লিখেছেন, এত বড় ঝুঁকি না নেওয়া ভালো। যদি সত্যিই জিম্বাবোয়ে জিতে যায়! অন্য এক ইউজারের কথায়, এখন এটা জানা জরুরি যে জিম্বাবোয়ের কেউ কি তাঁকে বিয়ে করতে চান…। এক টুইটার ইউজার লিখেছেন, আপনি কীভাবে জিম্বাবোয়ের নাগরিকত্ব পাবেন। তিনি হ্যাঁ করলে জিম্বাবোয়ে সরকার এবং সেদেশের ক্রিকেট বোর্ডকে ট্যাগ করবেন।
.