মহানগর ডেস্ক : বিয়ে করতে চলেছেন সংগীত শিল্পী পলক মুচ্ছল। আগামী মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শিল্পী। তবে পাত্র পরিচিত। আশিকি ২ ছবিতে সংগীত শিল্পী হিসেবে জুটি বেঁধেছিলেন মিঠুনের সঙ্গে। এবার তার সঙ্গেই সারা জীবনের জুটি বাধতে চলেছেন পলক। যদিও কারোর পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে আগামী মাসেই নাকি আসতে চলেছে সেই বিশেষ দিন।
তবে পূর্ব পরিচিত হলেও লাভ ম্যারেজ একেবারেই নয়। বরং দুই পরিবারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে তাদের বিয়ে। দুই পরিবারের মধ্যেও চেনা পরিচিত ছিল অনেক আগে থেকে। সেই সুবাদেই বিয়ের পরিকল্পনা। আগামী মাসের ৬ তারিখে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিঠুন এবং পলক।
খবর ছিল বলিউডে ফের ফিরছে আশিকি। আর তৃতীয় ভাগে আসতে চলেছেন কার্তিক আরিয়ান। পরিচালনার দায়িত্ব সামলাবেন অনুরাগ বসু। সংগীত পরিচালক হিসেবে থাকবেন প্রীতম। এবং সংগীত শিল্পী হিসেবে আরো একবার দেখা যাবে পলক এবং মিঠুনকে। তবে নায়িকা কে হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।
১৯৯০ সালে মুক্তি পায় আশিকি। সেখানে রাহুল রায় এবং অনু আগরওয়ালের অভিনয় নজর কেড়েছিল প্রত্যেকের। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ৯০ এর দশকের সেই নস্টালজিয়াকে হাতিয়ার বানিয়ে ফের এবং শ্রদ্ধা কাপুরের হাত ধরে আসে আশিকি টু। বলাবাহুল্য সেই ছবিও ঝড় তোলে বক্স অফিসে। আর এই ছবির মধ্যে দিয়ে বলিউড খুঁজে পায় অরিজিৎ সিংকে। যার ‘তুম হি হো গান’ আজও জনপ্রিয়।