মহানগর ডেস্ক : প্রথমে হেরা ফেরি তারপর হেরা ফেরি টু। পরেশ রাওয়াল ,অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির এই তিনজনের জুটি দর্শকদের পাগলের মত হাসিয়েছিল। কত বছর আগে সোনা গিয়েছিল তিন নম্বর ভাগ নিয়ে ফিরবেন তারা। আর দেখতে দেখতে সেই দিনটা এসেও গেল। তবে কিছুটা পরিবর্তন নিয়ে। সম্প্রতি পরেশ রাওয়াল জানিয়েছেন হেরা ফেরি থ্রি নিয়ে ফিরছেন তিনি তবে সেখানে দেখা পাওয়া যাবে না অক্ষয় কুমার বা সুনীল শেট্টি কারোর। তার বদলে নির্মাতারা বেছে নিয়েছেন অন্য এক অভিনেতাকে। কিন্তু কে তিনি।
সূত্রের খবর বলছে সেই তারকা অন্য কেউ নয় বরং নতুন হার্টথ্রোব কার্তিক আরিয়ান। সম্প্রতি এক হেরা ফেরি ভক্ত টুইটারে প্রশ্ন করেছিলেন হেরাফেরি কি সত্যিই ফিরছে? আর সেখানে কি কার্তিক আরিয়ানকে দেখা যাবে? ভক্তের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পরেশ রাওয়াল। জানিয়েছেন সেই খবর সত্যি। তবে অক্ষয় বা সুনীলের থাকা বা না থাকা নিয়ে এখনই কোন রকম মুখ খোলেননি, ছবির নির্মাতারা। তবে আশা করা যাচ্ছে রামসেতু অভিনেতা থাকতে পারেন। এছাড়াও পরিবর্তন হচ্ছে ছবির পরিচালকের। আগের দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন নিরাজ ভরা। তবে তার মৃত্যুর ফলে নতুন ছবিটির ক্ষেত্রে পরিচালনার দায়িত্ব কে সামলাবেন তা নিয়েও থাকছে প্রশ্ন।
উল্লেখ্য, জনপ্রিয় মালেয়ালম ছবি রামজিরাও স্পিকিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল হেরা ফেরি। বলাবাহুল্য প্রথম দুটি ভাগ এখনো বলিউড বিনোদন জগতের সবথেকে হাসির ছবির মধ্যে অন্যতম। এখন দেখার এই তিন নম্বর ভাগ সেই ইতিহাসের ধারা ধরে রাখতে পারেন কিনা।