Home Entertainment parineeti Chopra : ইমতিয়াজের ছবিতে না পরিণীতির, কেন কাজ করতে চাইলেন অভিনেত্রী

parineeti Chopra : ইমতিয়াজের ছবিতে না পরিণীতির, কেন কাজ করতে চাইলেন অভিনেত্রী

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : পরিনীতি চোপড়া এই মুহূর্তে ভিশন ব্যস্ত তার আগামী ছবি উচাই নিয়ে। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। এক ইতিবাচক গল্প নিয়ে তিনবন্ধু আসছেন জীবনের এক অন্য মানে খুঁজতে। সুরাজ বারজাতিয়া পরিচালিত অমিতাভ বচ্চন, অনুপম খের এবং বমান ইরানির সঙ্গে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিনীতি। তবে জানেন কি বলিউডের আরেক নামি পরিচালককে মুখের উপর না বলে দিয়েছিলেন পরিনীতি।

তিনি আর কেউ নন জব উই মেট খ্যাত ইমতিয়াজ আলী। আজ্ঞে হ্যাঁ তার পরিচালিত অ্যানিম্যাল ছবি যেখানে দেখা যাবে রণবীর কাপুরকে সেই ছবিকে না বলে দিয়েছিলেন পরিনিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি,’ আসলে আমাদের জীবনে এমন কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় যেগুলো নিয়ে যাতে আমরা পরে আফসোস না করি। এটা সবার জীবনেই হয়। হয়তো আমি যেটা ঠিক বলে মনে করছি সেটা অন্যের কাছে নাও হতে পারে’।

এরপরেই পরিণীতির জায়গায় সেখানে দেখা যায় রশ্মিকা মন্দনাকে। তবে অ্যানিম্যাল ছবি ছারলেও ইমটিয়াজের পরবর্তী ছবি চমলিকাতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। পাঞ্জাবি ফোক গায়ক জায়মান চমলিকা এবং তার স্ত্রী আমানজোত কৌরে জীবনী তুলে ধরা হবে।

You may also like