মহানগর ডেস্কঃ ইতিমধ্যেই টেট দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ায় রাজ্যের শাসক দল তাঁকে অব্যহতি দিয়েছে। দলের অনেক নেতা মন্ত্রীই তাঁর বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ। অথচ দল ভুলে গেলেও তিনি এখনও যে দলকে ভোলেননি সেই বার্তাই দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বছর ঘুরতে না ঘুরতেই পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আর সেই নির্বাচনে ফের জিততে চলেছে রাজ্যের শাসক দল। এমনই বলতে শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর গলায় এমনই আত্মবিশ্বাসের সুর।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের গ্রেফতার করে সিবিআই। জেল হেফাজতের মেয়াদ শেষে অভিযুক্তদের সোমবার নিয়ে আসা হয় আলিপুর আদালতের লক–আপে। সেখান থেকেই আদালতে তাঁদের তোলা হয়। জেল থেকে আদালতে যাওয়ার পথেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুলতে শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কে জিতবে? গাড়িতে উঠতে উঠতে পার্থ চট্টোপাধ্যায়ের সপাট জবাব ‘তৃণমূল’।
অভিযুক্তদের আইনজীবীর তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একটি চার্জশিট তৈরি করা হয়েছে। ফলত নতুন করে তদন্তের কিছু নেই। তাই অভিযুক্তদের জামিন প্রয়োজন। এক্ষেত্রে যদিও সিবিআই বিরোধিতা করবে বলে জানা যাচ্ছে।
সিবিআইয়ের বিরোধিতার যুক্তি, পার্থ সহ ৭ অভিযুক্তকে জামিন দেওয়া হলে তাঁরা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এমনকি প্রমাণ লোপাট করে দেওয়ার মত চক্রান্তকারী কাজও তাঁরা করতে পারেন বলে আশঙ্কাও করা হচ্ছে। পাশাপাশি সিবিআইয়ের দাবি, এর আগে যতবার পার্থ সহ অন্যান্য অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে তাঁরা হেফাজতে চাওয়ার আবেদন পত্রে নতুন নতুন তথ্যের উল্লেখ করেছে।