মহানগর ডেস্কঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন প্রায় । তার আগে আগেই দল শুদ্ধীকরণের ডাকে রাজ্যের শাসক দলের দুই হেভিওয়েট নেতা সৌগত রায় এবং মদন মিত্র। কামারহাটির মিলন উৎসব মঞ্চে এমনই সুর শোনা গেল দুই নেতার গলায়।
রবিবার সৌগত রায় ওই উৎসবের মঞ্চে জানান, যারা আরথিকভ সুবিধের জন্য দলে এসেছিলেন তাঁদের এবার সরে যাওয়ার সময় এসেছে। পাশাপাশি তিনি দাবি করেন, দলের ৯৫ শতাংশ কর্মীই সৎ। বেনোজলদের এবার বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। পাশাপাশি তিনি জানান, কোনও কারণে দলে যারা আর্থিক সুবিধা নিতে এসেছিলেন, তাঁদের দল থেকে সরে যাওয়ার সময় এসে গিয়েছে। ব্যক্তিগত সুবিধার জন্য দলের ভাবমূর্তি কোনওভাবেই যাতে নষ্ট না হয়, সেই বিষয়ে সচেতন থাকতে হবে বলে জানান এই বর্ষীয়ান নেতা। তিনি এও জানান, তৃণমূলের লড়াই এখন নিজের সঙ্গে। সেই লড়াই দলকে পরিস্কার করার লড়াই। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের জন্যও কর্মীদের পরামর্শ দেন।
শুধু সৌগত রায়ই নন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামারহাটির বিধায়ক মদন মিত্রও। তাঁর কণ্ঠেও দল শুদ্ধিকরণের ডাক। মদন মিত্র জানান, যে শ্রেষ্ঠ কাজ করবে তাঁর গলায় উত্তরীয় না দিয়ে বিধায়কের মালা তাঁর গলায় পরিয়ে কামারহাটি থেকে তিনি বিদায় নেবেন। পাশাপাশি তিনি জানান, তৃণমূলের নেতার কোনও ভুল হলে কর্মীরা যেন নেতাকে এসেই বলেন। তারপরেও কর্মীদের উপর আক্রমণ হলে দলের উপরমহল্ সেই বিষয়টা দেখে নেবেন বলে জানান। দলীয় কর্মীদের তিনি অনুরোধ করেন, তাঁরা যেন এমন কিছু না করেন যাতে কারও পাপে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হয়।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে আরও সাবধানী হতে চাইছে তৃণমূল। কোনও বিতর্ক না রেখে দলের মধ্যে শুদ্ধিকরণের ডাক দিচ্ছেন নেতা মন্ত্রীরা।