মহানগর ডেস্ক : ইমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনলাইন ব্যাংকিং, ওয়েব মিডিয়া আজকাল সব জায়গাতে শুধু পাসওয়ার্ড আর পাসওয়ার্ড। একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস সব নতুন করে খুলতে হবে আবার। আর আমাদের মধ্যে পাসওয়ার্ড ভুলে যাওয়াটা অনেকেরই স্বাভাবিক ঘটনা। আবার অন্যদিকে সর্তকতা বজায় রাখতে এমন পাসওয়ার্ড মাঝে মাঝে রাখতে হয় যা হয়তো পরেই আর আমাদের মাথায় আসে না। অর্থাৎ সবমিলিয়ে শাখের করাত অবস্থা। এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে। তবে চিন্তা করবেন না আপনার এই মুশকিলের আসান পথ নিয়ে এসেছেন গুগল।
গুগল ক্রোম এবং এন্ড্রয়েড ইউজাররা এবার পাসওয়ার্ড ছাড়াই বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন অনায়াসে। ভাবছেন এমনটা কীভাবে সম্ভব? আসলে গুগল নিজেই একটি ফিচার এনেছে, যার নাম পাসকি। এই পাসকি ব্যবহারে যেমন আপনার পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। তেমনই টু ফ্যাক্টর(two-factor) অথেন্টিকেশন থাকায় অ্যাকাউন্টগুলি নিরাপত্তা নিয়েও চিন্তা করতে হবে না।
প্রথমে জেনে নিন গিয়েই কী এই পাসকি?
পাসকি হল পাসওয়ার্ড ছাড়াই সাইন-ইন করার একটি উপায়। যা ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম (W3C) এবং FIDO অ্য়ালায়েন্স তৈরি করেছে। এই পাসকির মাধ্যমে ইউজাররা পিন নম্বর অথবা বায়োমেট্রিকের সাহায্যে যে কোনও ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে অনলাইন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি শুধুমাত্র পাবলিক কি সেভ করে রাখে। আর বাকি ক্রিপটোগ্রাফিক কি গ্রাহকের ডিভাইসের সেভ থাকে। লগ ইন করার সময় সেই প্রাইভেট কি’র প্রয়োজন হয়। ইউজাররা নিজেদের ডিভাইসের লক খুললেই বাকি কাজটি হয়ে যায়।
কী ভাবে এটি ব্যবহার করবেন?
শেষদিকে এই ফিচার হয়তো সকলের ফোনেই চলে আসবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা পাসওয়ার্ড ছাড়া অনায়াসেই বাসকির মাধ্যমে সমস্ত ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করতে পারবেন। এবং তার জন্য প্রত্যেকের গুগল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তাহলেই পাসকি ডাউনলোড করে সহজেই বিভিন্ন অ্যাপে ঘুরে বেড়াতে পারবেন আপনি।