Home Uncategorized Baba Ramdev : মহিলারা পোশাক না পরলেও সুন্দর দেখতে লাগে, ভরা সভায় বিস্ফোরক মন্তব্য বাবা রামদেবের!

Baba Ramdev : মহিলারা পোশাক না পরলেও সুন্দর দেখতে লাগে, ভরা সভায় বিস্ফোরক মন্তব্য বাবা রামদেবের!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: পাশে বসে রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা ফড়নবিশ। রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে সাংসদ শ্রীকান্ত শিন্ডে। তাঁদের পাশে বসেই মহিলাদের নিয়ে বোমা ফাটালেন বাবা রামদেব, (Baba Ramdev) যা অনুষ্ঠানে উপস্থিত সবারই ভ্রু কুঁচকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হল। শুক্রবার তিনি ভরা অনুষ্ঠানে বললেন, মহিলারা যদি কিছু না পরে, তাহলেও তাদের সুন্দর দেখায় (If Women dont Wear anything They looked good)। মহিলাদের শাড়িতে সুন্দর দেখায়। অম্রুতাজীর মতো সালোয়ার পরলেও ভালো লাগে। এমনকী তাঁর চোখে মহিলারা কোনও পোশাক না পরলেও তা তাঁর ভালো লাগে। শুক্রবার মুম্বই মহিলা পতঞ্জলি যোগা সমিতি ও পতঞ্জলি যোগাপীঠের এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন বাবা রামদেব।

অনুষ্ঠানটি হয় থানের হাইল্যান্ড এলাকায়। আয়োজন করেছিল যোগা সায়েন্স ক্যাম্প ও উইমেন্স মিটিং। এর আগে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন রামদেব। বলেন, অম্রুতাজীকে অল্পবয়েসি লাগে। তিনি সবসময় যুবতী দেখতে লাগার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। রীতিমতো উচ্ছ্বসিত গলায় রামদেব বলেন, তাঁর অল্পবয়সি হওয়ার ব্যাপারে প্যাশন রয়েছে এবং তিনি বিশ্বাস করেন আগামী একশো বছরেও তিনি বৃদ্ধা হবেন না। অম্রুতাজী হিসেব করে খান। খুব সুখী থাকেন এবং সবসময়ই মুখে তাঁর হাসি ঝলমল করে, একেবারে শিশুদের মতো। তিনি সবার মুখেই এমন হাসিখুশি ভাব দেখতে চান। এদিন যোগা শিবিরে অংশগ্রহণকারী মহিলারা যোগার পোশাক পরেই অনুষ্ঠানে যোগ দেন। তাঁরা আর পোশাক পাল্টানোর সময় পাননি। সেটা লক্ষ্য করেই রামদেব মহিলাদের পোশাক নিয়ে অস্বস্তিকর মন্তব্য করেন।

You may also like