Home Entertainment Pathan Teaser : জন্মদিনেই মুক্তি… প্রকাশ্যে এল পাঠানের টিজার

Pathan Teaser : জন্মদিনেই মুক্তি… প্রকাশ্যে এল পাঠানের টিজার

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : কথা দিয়েছিলেন জন্মদিনের দিনেই হাজির হবে তার আগামী ছবির টিজার। আজ ৫৭ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার বাড়ির সামনের ভিড় অন্তত বলে দিচ্ছে এমন আরো কয়েকটা ৫৭ পেরোতে হবে তাকে। তিন দশকের বেশি সময় ধরে বলিউডের রাজত্ব করছেন তিনি। যদিও বেশ কয়েক বছর রুপোলি পর্দা থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে সেটা সাময়িক বুঝিয়ে দিলেন জন্মদিনের দিনেই। প্রকাশ্যে পাঠান ছবির টিজার।

এর আগে যে ঝলক সামনে এসেছিল সেটা ছিল শাহরুখের লুক। কানেকশো সোনা গিয়েছিল ছবিতে চরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে টিজার সামনে আসতে একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন দর্শকদের মনে। দমদার অ্যাকশন আর সংলাপে নজর কেড়েছেন কিং খান। একইসঙ্গে শক্তিশালী দুই সহ অভিনেতা দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দের এই ছবি বড় বাজি মারতে চলেছে অন্তত টিজার দেখেই ধারণা করে ফেলেছেন অনেকে।

তবে এটা শুধুই ট্রেলার। কারণ এখনো শাহরুখের হাতে রয়েছে আরও দুটি ছবি। এই প্রথমবার রাজকুমার হিরানীর সঙ্গে দুটি বাধতে চলেছেন কিং খান। ছবির নাম ডানকি। এছাড়া দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গেও কাজ শেষ জওয়ান ছবির। যেখানে কিং খানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে।

You may also like