মহানগর ডেস্ক : শ্রেষ্ঠত্বের শিরানামে আরো একবার নাম লেখালো বাঙালির পথের পাঁচালী। সর্বকালের সেরা ভারতীয় ছবির তকমা পেল ১৯৫৫ সালে মুক্তি পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস।
সত্যজিৎ রায়ের পরিচালনায় এই ছবি সর্বকালের সেরা ভারতীয় ছবি হিসেবে প্রকাশিত ইন্টার্নেশনাল ফেদেরেশন অফ ফিলম ক্রিটিকসের তালিকাতে।সেখানে প্রকাশ করা হয়েছে১০টি সেরা ছবির তালিকা। তবে কেবলমাত্র সত্যজিৎ নয়, ১০টি সেরা ছবির মধ্যে প্রথম ৩ স্থানে রয়েছে বাংলা ছবি। প্রথম পথের পাঁচালী, দ্বিতীয় ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা এবং তৃতীয় মৃণাল সেনের ভুবন সোম।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এই সংস্থার ভারত বিষয়ক ছবির ক্ষেত্রে ৩০ জন সদস্যের গোপন ভোট নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকাতে রয়েছে পাঁচটি হিন্দি ছবি, তিনটি বাংলা ছবি, মালেয়ালম এবং কন্নড় ভাষার একটি করে ছবি। বিশ্বচলচ্চিত্রের সমালোচকদের আঙিনাতে পথের পাঁচালী শ্রেষ্ঠত্ব লাভ করায় অভিভূত বাংলা ছবি মহল। সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উদযাপন এ যেন আরো এক স্বীকৃতি।