মহানগর ডেস্ক: স্কুলে স্কুলে ভজন গান করার নির্দেশ দিয়েছে জম্মু-কাশ্মীরের বিজেপি সরকার (BJP Government)। গেরুয়া শিবিরের এহেন পদক্ষেপের বিরুদ্ধে কামান দেগেছেন পিডিপি নেত্রী ( PDP Leader Mehbooba Mufti Targets BJP) । দলের সভানেত্রী মেহবুবা মুফতি সরকারি নির্দেশের কড়া সমালোচনা করলেও ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লার (Farookh Abdulla) মুখে শোনা গেল অন্য সুর। মেহবুবার উল্টোপথে হেঁটে ফারুক বলেন, তাঁরা দ্বিজাতি তত্ত্বে (Two Nation Theory) বিশ্বাস করেন না। ভারত সাম্প্রদায়িক দেশ নয়। এই দেশ ধর্মনিরপেক্ষ। তিনি ভজন গান করেন, তাহলে ভুল কোথায়?
রীতিমতো ঠাট্টার সুরেই প্রবীণ নেতা বলেন, কোনও হিন্দু যদি আজমির দরগায় যান, তাহলে কী তিনি মুসলমান হয়ে যাবেন? সোমবার মেহবুবা একটি ভিডিও টুইট করেন। সেই ভিডিওয় দেখা গিয়েছে কাশ্মীরের একটি স্কুলের কর্মীরা পড়ুয়াদের মহাত্মা গান্ধীর প্রিয় ভজন ক্লাসরুমে গান গাইবার উদ্যোগ নিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে তাতে পিডিপি নেত্রী ক্যাপশন দিয়েছেন, ধর্মীয় পণ্ডিতদের জেলে পুরে, জামা মসজিদ বন্ধ করে পড়ুয়াদের হিন্দু ভজন গাওয়ানো কাশ্মীরে কেন্দ্রের বিজেপি সরকারের প্রকৃত হিন্দুত্বের কর্মসূচি তুলে ধরেছে। মেহবুবার ভিডিও যাচাই করে দেখা যায় মহাত্মা গান্ধীর একশো তিপ্পান্ন বছর পূর্তিতে তাঁর প্রিয় ভজন “রঘুপতি রাঘব রাজা রাম” জন্মদিন পালনে গাইছে পড়ুয়ারা। মেহবুবার ভিডিও শেয়ারের পরই সমালোচনায় সরব হয়েছে বিজেপি।
জম্ম-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দর রায়না পাল্টা রাজনৈতিক স্বার্থে তরুণদের মন বিষিয়ে দেওয়ার অভিযোগ করেছেন। মেহবুবার কড়া সমালোচনা করে বিজেপি সভাপতি বলেছেন, মেহবুবার এ ধরণের রাজনৈতিক খেলা উচিত নয়। উপত্যকার মানুষ তাঁকে বর্জন করেছে। তাঁর হারানো জায়গা ফিরে পেতে তিনি এই ধরণের ষড়যন্ত্র করছেন। পিডিপি নেত্রী কেন্দ্রশাসিত অঞ্চলে দাস্তার বান্দি অনুষ্ঠান নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন এবং সমস্ত ধর্মীয় ও সুফি ঐতিহ্য নষ্ট করে বিভেদকামী কর্মসূচিরও তীব্র নিন্দা করেছেন।